হায়দরাবাদ:টাইপ-2 ডায়াবেটিসের সঙ্গে কী সম্পর্ক রয়েছে ওয়াইন পানের, সম্প্রতি এই বিষয় নিয়েই একটি গবেষণা সামনে এনেছেন লুইসিয়ানার তুলেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৷ তাঁদের সমীক্ষা অনুযায়ী খাবারের সঙ্গে মাঝারি পরিমাণে ওয়াইন গ্রহণ করলে টাইপ-2 ডায়াবেটিসের ঝুঁকি কমে যেতে পারে ৷ তবে মনে রাখতে হবে, পুরুষদের ক্ষেত্রে 28 গ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে 14 গ্রামের বেশি ওয়াইন সেবনের অনুমতি দেননি তাঁরা ৷ গবেষণার লেখক হাও মা বলেন, "স্বাস্থ্যের ক্ষেত্রে অ্য়ালকোহলকে দ্বি-ধারী তলোয়ার বলা যেতে পারে ৷ এটি যেকোনও দিক থেকেই কাটতে পারে ৷ যেমন সহায়ক হতে পারে তেমনি ক্ষতিকারকও ৷ "
সাধারণত অ্যালকোহল সেবন স্বাস্থ্যের স্বল্প থেকে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে ৷ যেমন স্থুলতা, স্ট্রোক,স্তনের ক্য়ান্সার, লিভারের ক্য়ান্সার এবং অন্য়ান্য বিভিন্ন রোগের কারণ হতে পারে অ্যালকোহল ৷ এমনকী আত্মহত্যা প্রবণতাও বৃদ্ধি করে এই পানীয় ৷ তবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং ইউএস সেন্টার মহিলাদের জন্য প্রতিদিন 14 গ্রাম বা প্রায় 150 মিলি ওয়াইন এবং পুরুষদের জন্য প্রতিদিন 28 গ্রাম বা প্রায় 300 মিলি পর্যন্ত ওয়াইন পানকে মান্য়তা দেয় । রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য এটি সুপারিশ করা হয় ঠিকই, তবে যাঁরা অ্যালকোহল পান করেন না তাঁদের শুরু করা উচিত নয় ৷