পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Summer Health Drink: গরমে নিজেকে সুস্থ রাখতে এইগুলি পান করুন - Health Drink

গরমে কষ্ট থেকে মুক্তি পাবেন ৷ শরীরকে সুস্থ রাখতে এই পানীয়গুলি পান করুন (Health Drink) ৷

Summer Health Drink News
গরমে নিজেকে সুস্থ রাখতে এইগুলি পান করুন

By

Published : Mar 4, 2023, 9:45 PM IST

হায়দরাবাদ: গ্রীষ্মের মরশুমে খাওয়ার ইচ্ছা কম এবং কোমল পানীয় পান করার ইচ্ছা বেশি থাকে । অতিরিক্ত ঘামের কারণে এটি ঘটে । এতে ক্লান্তির সমস্যা দেখা দেয় । স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শরীরে ভারসাম্যহীনতা বা ভালো ব্যাকটেরিয়ার অভাবের কারণেও এমনটা হয় । আপনিও যদি শরীরে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে চান, তাহলে গরমকালে প্রতিদিন এই পানীয়গুলি পান করুন । জেনে নিন কী কী (Health Tips)?

বাটারমিল্ক: গরমের দিনে পেট ঠান্ডা রাখতে প্রতিদিন অবশ্যই বাটারমিল্ক খান । এর ব্যবহারে হজমশক্তি বাড়াতে সাহায্য় করে । বিশেষ করে দুপুরে খাওয়ার পর এক গ্লাস বাটারমিল্ক পান করা স্বাস্থ্যের জন্য উপকারী । এটি ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ।

লেবুর জল: গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষ দুর্ভোগে পড়ে । শরীরে জলের অভাব দেখা দেয় । এটি প্রতিরোধ করতে প্রতিদিন লেবু জল পান করুন । আপনি চাইলে চিয়া বীজ যুক্ত লেবুজলও খেতে পারেন । এটি শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে ।

দুধ: গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রার কারণে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে । এ জন্য গরমকালে অবশ্যই দুধ পান করুন । বিশেষ করে রাতে ঘুমানোর আগে দুধ পান করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী । এতে রাতেও ভালো ঘুম হয় ।

কলার স্টেম জুস: কলার কান্ডের রস সম্পর্কে অনেকেই জানেন না । এতে অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য উপকারী । এই রস খেলে ফোলাভাব কমে যায় । সেই সঙ্গে সুগারও নিয়ন্ত্রণে থাকে । এছাড়া শরীরে উপস্থিত টক্সিন বের হয়ে যায় ।

আখের রস: গরমের মরশুমে সুস্থ থাকতে প্রতিদিন অবশ্যই আখের রস পান করুন । এর ব্যবহারে অনেক রোগে উপকার পাওয়া যায় । জন্ডিসে আখের রস পান করার পরামর্শও দেন চিকিৎসকরা । এর ফলে শরীরে শক্তির সঞ্চার হয় । এছাড়াও শরীর হাইড্রেটেড থাকে । এ জন্য গরমকালে অবশ্যই আখের রস পান করুন ।

ডাবের জল: আপনি যদি প্রস্রাবে জ্বালাপোড়া এবং পিঠার ভারসাম্যহীনতার সমস্যায় অস্থির হয়ে থাকেন তবে নারকেল জল বা ডাবের জল পান করুন । ডাবের জল ইলেক্ট্রোলাইটস ভারসাম্য রাখে । এছাড়াও শরীরের তাপমাত্রা ঠান্ডা থাকে । এর জন্য প্রতিদিন ডাবের জল খান ।

আরও পড়ুন: জেনে নিন কোন খাবার খালি পেটে খাওয়া উচিত নয়

ABOUT THE AUTHOR

...view details