হায়দরাবাদ: হিন্দু সংস্কৃতিতে তুলসি গাছকে দেবী রূপে পূজা করা হয় । এই কারণেই বেশিরভাগ বাড়িতে পূজার স্থানে বা কোনও পবিত্র স্থানে তুলসি স্থাপন করা হয় । ধর্মীয় বিশ্বাস অনুসারে, যে বাড়িতে প্রতিদিন তুলসির পূজা করা হয় এবং সন্ধ্যায় তুলসিকে ধূপ-প্রদীপ জ্বালানো হয় তাদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে ।
অনুগ্রহ করে বলুন যে প্রতিদিন তুলসি মাতার পূজা করলে ভগবান বিষ্ণুও প্রসন্ন হন এবং তাঁর ভক্তদের সমস্ত দুঃখ-কষ্ট দূর করেন। কিন্তু বাস্তুশাস্ত্রে তুলসি পূজা সংক্রান্ত অনেক ব্যবস্থা ও নিয়ম বলা হয়েছে । আসুন জেনে নিন, ঘরে স্থাপিত তুলসি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম।
এই সময় ভুল করেও তুলসি স্পর্শ করবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে, সূর্যাস্তের পর তুলসি গাছ স্পর্শ করা উচিত নয় । বরং সন্ধ্যা নাগাদ গাছের কাছে ধূপ-প্রদীপ জ্বালিয়ে পূজা করতে হবে । সন্ধ্যায় তুলসি স্পর্শ করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন ।
আরও পড়ুন:বাঁশ গাছ ঘরে সৌভাগ্য নিয়ে আসে ! জেনে নিন এর উপকারিতা