পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

হানিমুন সিস্টাইটিস যেন আপনার যৌন জীবনে ভিলেন না বনে যায় ! - অ্যান্ড্রোলজিস্ট ডা. রাহুল রেড্ডি

মেনোপজ়ের সময় মহিলারা যৌন মিলন করার পর প্রদাহের সমস্যায় আক্রান্ত হলে, তাঁদের মনে ভয় জন্মে যায়, যা পরবর্তীকালে তাদের যৌন জীবনকে প্রভাবিত করে ।

Honeymoon cystitis
ছবি সৌজন্যে : গেটি ইমেজেস

By

Published : Jul 5, 2020, 9:13 PM IST

আক্ষরিক অর্থে ‘হানিমুন’ বলতে বোঝায় সদ্য বিবাহিত দম্পতির একসঙ্গে কাটানো ছুটি । শব্দটি শুনলেই মনোরম কিছু আনন্দের মুহূর্তের কথা মনে পড়ে । তাহলে কেন, এমন সুখকর অনুভূতির সঙ্গে রোগব্যধি জড়িয়ে থাকে ? এক্ষেত্রে মূলত মহিলারাই একটি রোগের সম্মুখীন হন, যার নাম হানিমুন সিস্টাইটিস । এটি এক ধরনের UTI, যা প্রথমবার যৌন মিলনের পর হয় কিংবা বেশ কিছু দিনের বিরতির পর যৌন মিলন করলে হয় ।

হানিমুন সিস্টাইটিস নিয়ে কথা বলার আগে আমাদের আগে ব্যাখ্যা করা উচিত সিস্টাইটিস কী ? চিকিৎসার পরিভাষায়, সিস্টাইটিস হল মূত্রথলির প্রদাহ। এটা যে কারও হতে পারে। মূত্রথলির এই প্রদাহ তখন হয়, যখন ভ্যাজাইনার মুখ খুলে যাওয়ার পর সেখান দিয়ে ব্যাকটিরিয়া প্রবেশ করে এবং সেখানেই থেকে যায়। ব্যাকটিরিয়ার সংক্রমণের কারণেই এই প্রদাহ হয় এবং আমরা এই অবস্থাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি।

অন্যদিকে হানিমুন সিস্টাইটিস হল এমন এক ধরনের সিস্টাইটিস, যা যৌন কার্যকলাপের ফলে ঘটে । এক্ষেত্রেও মূত্রথলির দেওয়াল ফুলে যায়, তাতে প্রদাহ হয় । কিন্তু যেহেতু এই প্রদাহ যৌন মিলনের পর ঘটে, তাই একে হানিমুন সিস্টাইটিস বলা হয় ।

কিন্তু এতে উদ্বেগের কী আছে ? একাধিক বার যৌন মিলনের ফলে ভ্যাজাইনার দেওয়ালে যে প্রদাহ হয়, তার ফলে ব্যাকটিরিয়া, ইউরিন টিউবের ভিতরে প্রবেশের সুযোগ খুব সহজেই পেয়ে যায় । আর তাতেই মহিলাদের ক্ষেত্রে সংক্রমণ এবং UTI - এর প্রবণতা বেড়ে যায়। হানিমুন সিস্টাইটিস হল এক ধরনের UTI, যা যৌন মিলনের পর ঘটে । আমরা সকলেই জানি UTI, পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই অস্বস্তিদায়ক অভিজ্ঞতা, যার প্রভাব যৌন জীবনেও পড়ে।

পেরিনিয়ামের ব্যাকটিরিয়া ইউরিন ট্র্যাক্টে প্রবেশ করে এবং মূত্রথলিতে পৌঁছায়। তার পর মূত্রথলিতেই থেকে যায় এবং প্রদাহ ঘটায় । একে সিস্টাইটিস বলে । আর প্রথমবার যৌন মিলনের পর তা হলে, বলা হয় হানিমুন সিস্টাইসিস । কিন্তু এই পরিস্থিতি দীর্ঘ বিরতির পর যৌন মিলনে লিপ্ত হওয়া মহিলাদের ক্ষেত্রে যেমন দেখা যায়, তেমনই মেনোপজ় চলাকালীন মহিলাদের ক্ষেত্রেও দেখা যায় । অ্যান্ড্রোলজিস্ট ডা. রাহুল রেড্ডি এই পরিস্থিতির উপসর্গগুলি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, "সিস্টাইটিস এবং হানিমুন সিস্টাইটিস, দু'ক্ষেত্রেই উপসর্গগুলি সমান। এই তালিকায় রয়েছে জ্বালা জ্বালা ভাব, তলপেটে ব্যথা অনুভব হওয়া, কাঁপুনি দিয়ে জ্বর আসা এবং বার বার প্রস্রাবের প্রবণতা।"

হানিমুন সিস্টাইটিস মহিলাদের ভ্যাজাইনায় গড়ে তিন থেকে চার দিন স্থায়ী হয় । এই সময়ে বেশিরভাগ মহিলাই পর্যাপ্ত জল পান করেন, যা এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট । কিন্তু যাঁরা পর্যাপ্ত জল পান করেন না, তাঁদের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও বেশি দিন স্থায়ী হতে পারে । যে সব মহিলার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে এই প্রদাহ তিন থেকে চার সপ্তাহ স্থায়ী হতে পারে এবং তা নিরাময়ের জন্য ওষুধ পর্যন্ত নিতে হতে পারে। খুব কম সংখ্যক মহিলাদের ক্ষেত্রে সংক্রমণ কিডনি পর্যন্ত পৌঁছাতে পারে ।

ডা. রেড্ডি জানিয়েছেন কীভাবে মহিলারা এই সংক্রমণ এড়াতে পারেন। তাঁর কথায়, "যখন মহিলারা যৌন মিলনের পর মূত্রত্যাগ করেন, তখন বেশিরভাগ ব্যাকটিরিয়াই ধুয়ে বেরিয়ে যায় । হানিমুনকালে পর্যাপ্ত জল পান করলেও ব্যাকটিরিয়া তার সঙ্গে মিশে বেরিয়ে যায় । বিয়ের পর পর, একাধিক বার যৌনমিলনের সময় যথাযথ লুব্রিক্যান্ট ব্যবহার করা জরুরি । পাশাপাশি যৌন মিলনের পর ভ্যাজাইনা মুছে, পরিষ্কার করলেও মহিলারা সংক্রমণ এড়াতে পারেন । যে সব মহিলাদের মেনোপজ় চলছে, তাদের ক্ষেত্রে হরমোনাল ক্রিম (যদি তারা যৌন মিলন করেন) ব্যবহার করা জরুরি, যাতে ভ্যাজাইনার দেওয়ালে তা লুব্রিক্যান্ট হিসাবে কাজ করে এবং তার মাধ্যমে রক্তপ্রবাহ বৃদ্ধি করা যায় । এতে তারা মূত্রথলির সংক্রমণ এড়াতে পারবেন।"

কম বয়সে যাঁদের বিয়ে হয়ে গেছে, সেই সব মহিলাদের তুলনায় যাঁদের মেনোপজ চলছে তাঁদের হানিমুন সিস্টাইটিস বেশি আক্রমণ করে । মেনোপজ়ের সময় মহিলারা যৌন মিলন করার পর প্রদাহের সমস্যায় আক্রান্ত হলে, তাঁদের মনে ভয় জন্মে যায়, যা পরবর্তীকালে তাদের যৌন জীবনকে প্রভাবিত করে । এই সব মহিলাদের ক্ষেত্রে হরমোনের অসাম্যের ফলে ভ্যাজাইনার দেওয়াল শুষ্ক হয়ে যায় । আর কিছু কিছু মহিলা, যাদের স্থূলতা এবং মধুমেহ আছে, তাদের ক্ষেত্রে সিস্টাইটিস নিয়ন্ত্রণ করা যথেষ্টই সময়সাপেক্ষ ।

সিস্টাইটিস যেহেতু UTI -এরই একটি রূপ, এতে মহিলারা জ্বালা জ্বালা ভাব, ভ্যাজাইনা অংশে চুলকানি এবং তলপেটে ব্যথা অনুভব করেন, যাতে তাঁদের অস্বস্তি বোধ হয়। কম বয়সে যাদের বিয়ে হয়েছে, সেই সব মহিলারা এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে পারেন পর্যাপ্ত জল পান করে এবং রোগ আগেভাগে নির্ধারণ করতে পারলে, তা উপশমের জন্য নির্দিষ্ট ওষুধ সেবন করলে । তবে মেনোপজ়ে থাকাকালীন মহিলাদের ক্ষেত্রে এই পরিস্থিতি সমস্যাজনক হতে পারে।

ডা. রাহুল রেড্ডির সঙ্গে যোগাযোগ করতে হলে প্রশ্ন পাঠান andrologistdoctor@gmail.com- এ।

ABOUT THE AUTHOR

...view details