পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Skin Care Tips: সোনার চেন পরাই ঘাড়ের র‍্যাশের একমাত্র কারণ ? - side effects of Medicines

অনেকেই চর্মজনিত রোগে ভোগেন। বিশেষ করে কেউ কেউ ঘাড়ে ফুসকুড়ি ও চুলকানির মতো সমস্যায় ভুগছেন । কিন্তু ঘাড়ে ফুসকুড়ি হওয়ার কারণ কী এবং সমাধান কী (Know the remedies for skin problem)?

Skin Darkening On Neck News
সোনার চেন কি ঘাড়ে র‍্যাশের কারণ

By

Published : Jan 16, 2023, 10:50 AM IST

হায়দরাবাদ:শীতকালে বেশিরভাগ ত্বকের রোগ হয় । এতে অনেকেই বিভ্রান্ত হন । বিশেষ করে কারও কারও ঘাড়ে ফুসকুড়ি হয় । গলায় সোনা বা অন্য কোনও গয়না পরলে এই ধরনের সমস্যা বেশি হয় বলে মনে করেন অনেকে । তবে এটি কতটা সত্য তা স্পষ্ট করেছেন বিশেষজ্ঞরা । ঘাড়ে ফুসকুড়ি হওয়ার কারণ এবং সমস্যা সমাধানের উপায়ও দিয়েছেন তাঁরা (Know the remedies for skin problem)।

ঘাড়ে ফুসকুড়ি হওয়ার কারণ:

ফুসকুড়ি সাধারণত ঘাড়ে অতিরিক্ত ঘামের কারণে হয়ে থাকে । নানা কারণে ঘাড়ের র‍্যাশ হতে পারে । কিন্তু গলায় পরা সোনার চেন মোটা হলে অতিরিক্ত ঘামের কারণে র‍্যাশের পরিমাণ বাড়বে । ঘাড়ে বেশি করে সূর্যের আলো লাগলে সেটাও ফুসকুড়ির কারণ হতে পারে । ঘাড়ে বেশি মোটা গয়না পরার কারণে ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা থাকে। চুলকানি থাকলে তা সংক্রমণের কারণেও হতে পারে । ছত্রাকের সংক্রমণের কারণেও এই সমস্যা হতে পারে । কিছু কিছু ওষুধ খেলেও ফুসকুড়ি হয় । ব্যবহৃত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এসব সমস্যা দেখা দেয় (side effects of Medicines can also be a major reason) । অতিরিক্ত গরমেও ঘাড়ে ফুসকুড়ি হয় । এই সমস্যা তীব্র হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো ।

আরও পড়ুন:শীতে ত্বকের সব সমস্যা দূর হয় একটু অ্যালোভেরায় ! জেনে নিন গুণাগুণ

সমস্যা সমাধানের উপায়:

ঘাড়ে ফুসকুড়ি হওয়ার কারণ জানার জন্য আপনার একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত । অজানা কোনও চিকিৎসা এড়িয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়াই ভালো । ঘাড়ে যাতে বেশি রোদ না লাগে সেদিকে খেয়াল রাখুন । রোদে রাস্তায় গেলে ঘাড়ে সানস্ক্রিন লাগাতে হবে । তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে মনে হলে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে ।

ABOUT THE AUTHOR

...view details