হায়দরাবাদ: যে কোনও সময়, যে কোনও অনুষ্ঠানে ফ্যাশনে শাড়ি সবসময় ইন ৷ স্টাইলিশ ও ট্রেন্ডির পাশাপাশি শাড়ি তুলে ধরে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ৷ দেশের বিভিন্নপ্রান্তে শাড়ির ধরণ আলাদা, তাদের নামও ৷ নানা রকমের শাড়ি রয়েছে দেশজুড়ে ৷ আপনি যদি নিজের ওয়্যারড্রবে সেইসব শাড়ির কালেকশন রাখতে চান, তাহলে জেনে নিন সেই সকল শাড়ির নাম ৷ সঙ্গে সাধারণ জ্ঞান হিসাবে মাথায় রাখুন সেই শাড়ির উৎপত্তিস্থল কোথায় ৷
কাঞ্জিভরম (তামিলনাড়ু)-বিয়ের সাজে বা তত্ত্বে কাঞ্জিভরম মাস্ট ৷ সোনালি জড়ির কাজ, চওড়া পাড় এই শাড়ি আনে এলিগ্যান্ট লুক ৷ এমনকী, তামিলনাড়ুর বিভিন্ন মন্দিরের কারুকার্য এই শাড়ির ডিজাইনে তুলে ধরা হয় ৷
নৌভরি শাড়ি (মহারাষ্ট্র)- এই শাড়ির নাম এসেছে তার দৈঘ্যের জন্য ৷ যেহেতু এই শাড়ি নয় গজ লম্বা তাই শাড়ির নাম নৌভরি ৷ মহারাষ্ট্রের ঐতিহ্য বহন করে এই শাড়ি ৷ এর সঙ্গে থাকে একটা শাল, যাকে বলে শেলা ৷
বন্ধানী শাড়ি (গুজরাত এবং রাজস্থান)- বন্ধানী শাড়ি গুজরাত ও রাজস্থানের সংস্কৃতি বহন করে ৷
চান্দেরী শাড়ি ও ভাফতা শাড়ি (মধ্যপ্রদেশ)- এই শাড়ি খুব হালকা হয় ৷ কটন ও সিল্ক, দুরকমেই এই শাড়ি পাওয়া যায় ৷
তাঁত, বালুচরি, কাঁথা স্টিচ (পশ্চিমবঙ্গ)- এই শাড়ি প্রসিদ্ধ পশ্চিমবঙ্গে ৷ হালকা ও নরম এই শাড়ি পুজো থেকে ঘরোয়া অনুষ্ঠানে পড়া যায় ৷ আবার হ্যান্ডলুম হলে তা বিয়ে বাড়িতেও পড়াও ফ্যাশন ও ট্রেন্ডি ৷
সম্বলপুর শাড়ি ও বোম্কাই শাড়ি (ওড়িশা)- সম্বলপুর শাড়ি ইক্কত নামেও পরিচিত ৷ ওড়িশার সংস্কৃতি বহন করে এই শাড়ি ৷ তালিকায় রয়েছে বোমকাই শাড়িও ৷