এইডস রোগ সৃষ্টিকারী রেট্রোভাইরাসের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা সম্প্রতি আবিষ্কার করেছেন গবেষকদের একটি দল। প্রি-ক্লিনিক্যাল পরীক্ষানীরিক্ষাতেও দেখা গিয়েছে যে, ডায়াবিটিস নিরাময়ের বহুল পরিচিত ওষুধ, মেটফরমিন এই দুর্বলতাকে কাজে লাগাতে সক্ষম হচ্ছে ।
এই পরীক্ষালব্ধ ফলাফল নেচার ইমিউনোলজি জার্নালে প্রকাশিত হয়েছে । আর তা অনুযায়ী, এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) যখন মানবদেহের ইমিউন কোষগুলিকে (যাকে সিডি4 টি বলা হয়) সংক্রামিত করে, তখন নিজেদেরই রেপ্লিকা তৈরি করতে পারে, কোষগুলির রাসায়নিক শক্তি উৎপাদনের প্রধান প্রক্রিয়াকে উজ্জীবিত করার মাধ্যমে ।
গবেষকরা এটাও দেখেছেন যে, ডায়াবিটিসের ওষুধ, মেটফরমিন এই একই প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে এবং এই কোষগুলিতে এইচআইভি-র রেপ্লিকেশন প্রক্রিয়াকে কোণঠাসা করে দেয় । সেল-কালচার এবং ইঁদুরের উপর করা পরীক্ষায় এই তথ্য সামনে এসেছে ।
উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষক, হাইতাও গুয়াও জানিয়েছেন, “এই আবিষ্কার জানান দেয় যে মেটফরমিন এবং অন্যান্য ওষুধপত্র যারা টি-সেল বিপাক কমিয়ে দেয়, তারা এইচআইভি নিরাময়ের অতিরিক্ত থেরাপি হিসাবে উপকারী সাব্যস্ত হতে পারে ।”
বিশ্বজুড়ে অন্তত 38 মিলিয়ন মানুষ এইচআইভি সংক্রমণ নিয়ে জীবন কাটাচ্ছেন । ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাম্প্রতিকতম পরিসংখ্যান এটাই বলছে ।
বর্তমানে চিকিৎসকরা এই সংক্রমণের চিকিৎসা করছেন অ্যান্টি-রেট্রোভাইরাল ওষুধের নানাবিধ ‘কম্বিনেশন’ প্রয়োগ করে যাতে এইচআইভি রেপ্লিকেশনকে কোণঠাসা করা যায় । যদিও এই চিকিৎসা সত্ত্বেও বেশিরভাগ রোগীদের মধে্যই ভাইরাল রেপ্লিকেশন এবং ইমিউনিটির প্রতিহত হওয়ার অল্পস্বল্প প্রবণতা থেকেই যাচ্ছে ।