হায়দরাবাদ: মাসের বিশেষ পাঁচটা দিন মেয়েদের আর পাঁচটা দিনের থেকে আলাদা ৷ ঋতুকালীন সময়ে মুড সুইং, খেতে ভালো না-লাগা, কাজে মন না-লাগা ইত্যাদি সমস্যা সাধারণ বিষয় ৷ তবে পিরিয়ডস শুরু হওয়ার আগে যদি মনের মধ্যে একটা আতঙ্ক বা ভয় কাজ করে, তাহলে সমস্যা গভীরে ৷ এমনটা মনে হলে আপনি মেনোফোবিয়ায় আক্রান্ত ৷ তবে ভয় পাওয়ার কিছু নেই ৷ সামান্য কিছু নিয়ম মেনে চললেই, এই ফোবিয়া থেকে মুক্তি পাওয়া যায় অনায়াসে ৷
মেনোফোবিয়া কী
মেনোফোবিয়া, নাম থেকেই বোঝা যায়, মাসিক ফোবিয়া বা পিরিয়ড ফোবিয়া। ঋতুকালীন সময়কে ঘিরে একটি তীব্র ভয় বা উদ্বেগকে বোঝায়। যদিও মেনোফোবিয়াকে মানসিক রোগের ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল (DSM-5) এ একটি স্বতন্ত্র ক্লিনিক্য়াল রোগ হিসাবে স্বীকৃতি পায়নি ৷ আসলে এমন কিছু মহিলা আছেন, যারা মাসিকের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে কিছুটা ভয় বা উদ্বেগ অনুভব করেন। সেই ভয় বা উদ্বেগ বাড়তে থাকলে তা ফোবিয়ার আকার নিয়ে নিতে পারে ৷
চিকিৎসকদের মতে, আসলে পিরিয়ডস নিয়ে ভয়ের কারণ এক একজনের কাছে এক এক রকম ৷ সেটা কখনও হতে পারে সামাজিক ট্যাবু অথবা এই সময়ে পেটে প্রচণ্ড যন্ত্রণা কিংবা অতীতে পিরিয়ডস সংক্রান্ত কোনও ট্রমাটিক ঘটনার সম্মুখীন হওয়া ৷ এই ধরণের অভিজ্ঞতার কারণে প্রত্যেক মাসে ঋতুর সময় আসলেই মনের মধ্যে উদ্বিগ্নতা দেখা যায় ৷
কীভাবে কাটাবেন মেনোফোবিয়া