হায়দরাবাদ: নতুন এক গবেষণা কোভিডের কারণে কার্ডিওভাসকুলার ডিজিজ (সিভিডি) মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে জানা গিয়েছে । করোনা অতিমারির প্রথম বছরে আমেরিকায় এই প্রভাব দেখা গিয়েছিল । হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকদের নেতৃত্বে এই গবেষণায় প্রকাশিত বিশদ অনুযায়ী 2019 সালে আমেরিকায় স্ট্রোক, হার্ট ফেইলিওর এবং উচ্চ রক্তচাপের মতো সিভিডি-র কারণে 8.74 লক্ষ মানুষ মারা গিয়েছেন । পরের বছর সেই সংখ্যায় প্রায় 6.2% বৃদ্ধি পেয়েছে । তার মানে, সিভিডি-তে 2020 সালে 9.28 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণ হল করোনা ৷ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্নভাবে কার্ডিওভাসকুলার স্বাস্থ্যকে প্রভাবিত করে (CVD deaths rising covid)।
কার্ডিওভাসকুলার ডিজিজ হল এটি সাধারণত ধমনীতে চর্বি জমার (অ্যাথেরোস্ক্লেরোসিস) এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকির সঙ্গে যুক্ত থাকে। এটি মস্তিষ্ক, হৃদয়, কিডনি এবং চোখের মতো অঙ্গগুলির ধমনীগুলির ক্ষতির সঙ্গে যুক্ত হতে পারে। সিভিডি যুক্তরাজ্যে মৃত্যু এবং অক্ষমতার অন্যতম প্রধান কারণ, তবে এটি প্রায়শই একটি স্বাস্থ্যকর জীবনধারার নেতৃত্ব দিয়ে প্রতিরোধ করা যেতে পারে।