ভ্যাকসিন নেওয়ার পর মহিলাদের মজবুত ইমিউন রেসপন্স তৈরি হয়ে যায়, যার অর্থ এই যে ভ্যাকসিন এই মহিলাদের কোভিড সংক্রমণ থেকে রক্ষা করবে । আমেরিকার ইলিনয়েসের নর্থওয়েস্টার্ন মেডিসিনের গবেষকরা এই কথা জানিয়েছেন ।
আরও কী! বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে টিকাকরণ এবং ডেলিভারির মধ্যবর্তী দীর্ঘকালীন সময়টি মা থেকে সদ্যোজাত শিশুর দেহে কোভিড অ্যান্টিবডির সক্রিয় ট্রান্সফারকে নিশ্চিত করে ।
কেবলমাত্র তিন জন শিশুর (যমজসহ) জন্মের সময় পজিটিভ অ্যান্টিবডি ছিল না, আর ওই দুই মহিলা তাদের প্রথম ভ্যাকসিন ডেলিভারির তিন সপ্তাহেরও আগে নিয়েছিলেন ।
যে সব মহিলা ডেলিভারির আগে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন, তাদের মধ্যে শিশুর দেহেও অ্যান্টিবডি ট্রান্সফারের বর্ধিত সম্ভাবনা দেখা গিয়েছিল বলে সমীক্ষায় জানা গিয়েছে ।
নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফেনবার্গ স্কুল অফ মেডিসেনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং চিকিৎসক এমিলি মিলার জানিয়েছেন, “একেবারে সীমানার ধার ঘেঁষে দাঁড়িয়া থাকা মানুষদের চলতে এই সুযোগ সামান্য হলেও জ্বালানি প্রদান করে ৷ কারণ তারা মনে করে, “ডেলিভারির পর হয়তো আমি অপেক্ষা করব ।”