গবেষকরা আগেই প্রমাণ করেছিলেন, হৃদরোগে সমস্যা যাঁদের রয়েছে তাঁরা করোনায় আক্রান্ত হলে প্রভাব আরও মারাত্মক হতে পারে ৷ তবে এরই সঙ্গে এবার সামনে এল একটি নতুন তথ্য ৷ গবেষকরা জানিয়েছেন, যাঁদের আগে কোনওরকম হৃদরোগের সমস্য়া ছিল না তাঁদের ক্ষেত্রেও করোনা আক্রান্ত হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকখানি বেড়ে যায় (COVID increases the risk of cardiovascular complications) ৷ সম্প্রতি এই বিষয়ক একটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে 'নেচার মেডিসিন' জার্নালে ৷ গবেষণায় দেখা গিয়েছে সাধারণের তুলনায় করোনা রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার হার 4 শতাংশ বেশি ৷ শুধু তাই হৃদরোগের সমস্যায় মৃত্যুর হারও করোনা আক্রান্তদের মধ্যে অনেকটাই বেশি ৷
সাধারণ মানুষ যাঁরা করোনা আক্রান্ত হননি তাঁদের তুলনায় যাঁরা করোনা আক্রান্ত হয়ছেন তাঁদের মধ্য়ে করোনারি আর্টারির সমস্য়া 72 শতাংশ বেশি, হার্ট অ্যাটাকের সমস্য়া 63 শতাংশ বেশি এবং স্ট্রোকের সমস্য়া 52 শতাংশ বেশি বেড়ে গিয়েছে ৷ সাধারণভাবে দেখতে হলে করোনা আক্রান্তদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি সাধারণের তুলনায় প্রায় 55 শতাংশ বেড়ে যায় বলেই মত গবেষকদের ৷