পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 9, 2022, 1:47 PM IST

ETV Bharat / sukhibhava

COVID raises risk of Heart Complications : করোনা বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা

যাঁদের আগে কোনওরকম হৃদরোগের সমস্য়া ছিল না তাঁদের ক্ষেত্রেও করোনা আক্রান্ত হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকখানি বেড়ে যায় ৷ জানাচ্ছে নতুন গবেষণা (Research Shows how COVID increases risk of Heart Complications)৷

COVID raises risk of Heart Complications
করোনা বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকিও বলছে গবেষণা

গবেষকরা আগেই প্রমাণ করেছিলেন, হৃদরোগে সমস্যা যাঁদের রয়েছে তাঁরা করোনায় আক্রান্ত হলে প্রভাব আরও মারাত্মক হতে পারে ৷ তবে এরই সঙ্গে এবার সামনে এল একটি নতুন তথ্য ৷ গবেষকরা জানিয়েছেন, যাঁদের আগে কোনওরকম হৃদরোগের সমস্য়া ছিল না তাঁদের ক্ষেত্রেও করোনা আক্রান্ত হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকখানি বেড়ে যায় (COVID increases the risk of cardiovascular complications) ৷ সম্প্রতি এই বিষয়ক একটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে 'নেচার মেডিসিন' জার্নালে ৷ গবেষণায় দেখা গিয়েছে সাধারণের তুলনায় করোনা রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার হার 4 শতাংশ বেশি ৷ শুধু তাই হৃদরোগের সমস্যায় মৃত্যুর হারও করোনা আক্রান্তদের মধ্যে অনেকটাই বেশি ৷

সাধারণ মানুষ যাঁরা করোনা আক্রান্ত হননি তাঁদের তুলনায় যাঁরা করোনা আক্রান্ত হয়ছেন তাঁদের মধ্য়ে করোনারি আর্টারির সমস্য়া 72 শতাংশ বেশি, হার্ট অ্যাটাকের সমস্য়া 63 শতাংশ বেশি এবং স্ট্রোকের সমস্য়া 52 শতাংশ বেশি বেড়ে গিয়েছে ৷ সাধারণভাবে দেখতে হলে করোনা আক্রান্তদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি সাধারণের তুলনায় প্রায় 55 শতাংশ বেড়ে যায় বলেই মত গবেষকদের ৷

ওয়াশিংটন ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক জিয়াদ আল-আলি বলেন,"করোনার জেরে মারাত্মক হার্টের সমস্য়া যেমন কার্ডিওভাসকুলারের মত রোগ হতে পারে যা মৃত্য়ুর কারণ হয়ে দাঁড়ায় ৷ হৃৎপিণ্ডের ক্ষতি হলে তা সহজে ঠিক হয় না ৷ বরং এটি এমন রোগ যা মানুষকে আজীবন বয়ে বেড়াতে হবে ৷ " তিনি আরও জানিয়েছেন সারা বিশ্বে প্রায় 15 মিলিয়ন নতুন হৃদরোগের সমস্য়ার কারণ হয়ে দাঁড়িয়েছে এই কোভিড-19 ভাইরাস ৷ তাঁর মতে যাঁরা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাঁদের সেরে ওঠার পরেও হার্টের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন ৷

আরও পড়ুন : করোনার আক্রমণে কেন হারায় ঘ্রাণ ক্ষমতা, জানালেন গবেষকরা

গবেষকরা প্রায় 153,760 জন মানুষের ওপর এই গবেষণা চালিয়েছেন, যাঁরা 1 মার্চ, 2020 থেকে 15 জানুয়ারী 2021 সালের মধ্যে কোনও না কোনও সময় করোনা আক্রান্ত হয়েছেন এবং যাঁরা রোগে আক্রান্ত হওয়ার পর অন্তত 30 দিন বেঁচে ছিলেন ৷ গবেষণার ফলাফল বারবার জোড় দিচ্ছে ভ্যাকসিন নেওয়ার ওপর ৷ কোভিডের ফলে হওয়া হার্টের ক্ষতি এড়াতে ভ্য়াকসিন অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন গবেষকরা ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details