এক বছরেরও বেশি সময় ধরে কোভিড মহামারী বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে । যে মারণ ভাইরাস শেষপর্যন্ত পিছু হঠছে মনে করা হয়েছিল, তা ফের রূপ বদলে মাথা তুলেছে । বার বার ভয়াবহ মিউটেশনের মাধ্যমে এই ভাইরাস সমগ্র মানবতার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে । বিশেষজ্ঞদের মতে, নতুন মিউটেশনের ভাইরাস খুঁজে পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, ব্রাজিল, জাপান এবং আমেরিকায় ।
ব্রিটেনে যে কেন্ট ভাইরাস পাওয়া গেছে, তা ৭০ শতাংশ বেশি বিপজ্জনক বলে মনে করা হচ্ছে । দ্রুত মিউটেশনের মাধ্যমে যে সুপার ভাইরাসের আশঙ্কা দেখা দিচ্ছে, তাতে উদ্বেগ ক্রমশ বাড়ছে । সবাই বলছেন এমন পদক্ষেপের কথা, যাতে ভাইরাস আরও শক্তিশালী হতে না পারে । অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর অধিকর্তা করোনা ভাইরাসের মিউটেশন নিয়ে আরও গভীর গবেষণার পক্ষে সওয়াল করেছেন । এই ঘটনাপ্রবাহে আরও জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তাই অনুভূত হচ্ছে ।
আরও পড়ুন :করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রীর মা
অন্যদিকে, কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকাও উদ্বেগের কারণ । নতুন যে আক্রান্তদের কথা সামনে আসছে, তার ৮৬ শতাংশই মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, কর্নাটক, গুজরাত ও তামিলনাড়ুর । সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (সিসিএমবি)-র অধিকর্তা, ড. রাকেশ মিশ্র বলেছেন, যে এই রাজ্যগুলোতে সংক্রমণের সংখ্যাবৃদ্ধির জন্য নতুন মিউটেশনের ভাইরাস দায়ী নয় । তাঁর হুঁশিয়ারি, মাস্ক পরা ও সামাজিক দূরত্বের মতো বিষয়গুলোর প্রতি অবহেলা অন্যান্য রাজ্যেও পরিস্থিতির অবনতি ঘটাতে পারে ।
এখন শাসকের সামনে চ্যালেঞ্জ দুটো – ভাইরাসের ছড়িয়ে পড়া আটকানো এবং মিউটেটেড ভাইরাসকে প্রতিহত করা ।