পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Effects of COVID on HIV patients : এইচআইচভি পজিটিভ রোগীদের দেহে দ্রুত রূপবদলে সক্ষম করোনা: গবেষণা - এইচআইচভি পজিটিভ রোগীদের দেহে দ্রুত রূপবদলে সক্ষম করোনা

দক্ষিণ আফ্রিকায় খোঁজ মিলল এমন এক এইচআইভি আক্রান্ত তরুণীর যাঁর দেহে এইচআইভির চিকিৎসা বন্ধ করা মাত্রই সার্স কোভ-2 ভাইরাসটি 20টিরও বেশি নতুন মিউট্যান্ট তৈরি করে ফেলে (A young South African HIV patient harbored COVID virus for nine months and it developed more than 20 mutations)৷ শেষ পর্যন্ত অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপির মাধ্য়মে এইচআইভির চিকিৎসা ফের শুরু করার পর 6 থেকে 9 সপ্তাহের মধ্যে তিনি করোনা ভাইরাসের সংক্রমণ থেকেও মুক্তি পান ৷

Effects of COVID on HIV patients
এইচআইচভি পজিটিভ রোগীদের দেহে দ্রুত রূপবদলে সক্ষম করোনা: গবেষণা

By

Published : Feb 2, 2022, 10:42 PM IST

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি : সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার এক 22 বছর বয়সি এক তরুণী যিনি ভয়ংকর এইচআইভি রোগে আক্রান্ত ছিলেন, তিনি যখন লাগাতার 9 মাস ধরে সার্স-কোভ-2 এর বেটা ভেরিয়েন্টে আক্রান্ত হন ৷ তাঁর শরীরে সংক্রমণ অনেক বেশি মারাত্মক হয়ে দেখা দিয়েছে ৷ সমীক্ষাটির পিয়ার-রিভিউ যদিও এখনও বাকি রয়েছে, তবে এই সমীক্ষায় স্টেলেনবোশ এবং কোয়াজুলু-নাটাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, তরুণীর এইচআইভির চিকিৎসা বন্ধ করা মাত্রই তাঁর শরীরে সার্স কোভ-2 ভাইরাসটি 20টিরও বেশি নতুন মিউট্যান্ট তৈরি করে ফেলেছে ৷ শেষ পর্যন্ত অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপির মাধ্য়মে এইচআইভির চিকিৎসা ফের শুরু করার পর 6 থেকে 9 সপ্তাহের মধ্যে তিনি করোনা ভাইরাসের সংক্রমণ থেকেও মুক্তি পেয়েছেন ৷

গবেষকরা বলেন, "আক্রান্ত ব্য়ক্তিদের রক্ষা করার জন্য সার্স-কোভ-2 এর ভেরিয়্যান্টগুলির সম্পর্কে আরও বেশি সতর্কতা বজায় রাখা প্রয়োজন ৷" এই সমীক্ষায় এটাই প্রমাণিত হয় যে যদি এইচআইভি-র কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে করোনা ভাইরাস আরও দ্রুত রূপবদল করতে সক্ষম হবে এবং আরও ভয়ংকর হয়ে উঠবে (COVID 19 may mutate rapidly in HIV patients body)৷ ইতিমধ্যেই দেখা গিয়েছে, এইচআইচভি পজিটিভ রোগীদের দেহে করোনা আরও বেশিদিন বাসা বাঁধতে সক্ষম তারওপর যদি তাঁরা এইচআইভি-র চিকিৎসা বন্ধ করে দেন তাহলে তো পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে ৷

আরও পড়ুন: আক্রান্ত হওয়ার পর 7 মাস শরীরে থেকে যেতে পারে কোভিড : রিপোর্ট

এমনকি অনেক গবেষকের অনুমান যে সমস্ত এইচআইচভি পজিটিভ রোগীরা চিকিৎসা করাচ্ছেন না ভাইরাসের নতুন মিউট্যান্টগুলি তাঁদের দেহ থেকেও ছড়িয়ে পরতে পারে ৷ কিছু বিজ্ঞানীর মতে, এই সম্ভবনাকে মোটেই উড়িয়ে দেওয়া যায় না ৷ গতবছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকাণ গবেষকরা দেখেছেন, একজন এইচআইচভি পজিটিভ রোগী যিনি চিকিৎসা করাচ্ছেন না, তাঁকে প্রায় ছ'মাস করোনার সংক্রমণ ভোগ করতে হয়েছে ৷ গবেষকদের মতে, ওই ব্যক্তির শরীরে মিউট্যান্টের একটি স্ট্রিং ছিল যা স্পাইক প্রোটিনকে প্রভাবিত করতে শুরু করে ৷ যিনি এইচআইভি-র চিকিৎসা করাচ্ছেন না তাঁর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বলতে গিয়ে কোয়াজুলু-নাটাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রিচার্ড লেসেলস বলেন, "এটা এতটা দুর্বল যে তার ভাইরাসকে ধ্বংস করার ক্ষমতা নেই কিন্তু তা ভাইরাসের রূপবদল ঘটানোর পক্ষে যথেষ্ট ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details