হায়দরাবাদ: ইউরিক অ্যাসিড হল শরীরে তৈরি একটি রাসায়নিক, যা শরীরে পিউরিন নামক রাসায়নিকের ভাঙনের ফলে তৈরি হয় । শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে অনেক মারাত্মক রোগের ঝুঁকিও বাড়তে পারে । তাই এটি নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি । তাই যদি আপনার ইউরিক অ্যাসিডও বেড়ে যায় এবং আপনি ওষুধ দিয়ে নয়, প্রাকৃতিকভাবে কীভাবে নিয়ন্ত্রণ করবেন জেনে নিন ৷
ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান: বর্ধিত ইউরিক অ্যাসিড কমাতে খাবারে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়ান । কমলা, লেবু, আমলা এবং অন্যান্য সাইট্রাস রসালো ফল ভিটামিন সি সমৃদ্ধ । এই ধরণের খাবার খেলে গাউটের ঝুঁকি কমবে ।
মিষ্টি জিনিস এড়িয়ে চলুন: খুব বেশি মিষ্টি জিনিস খাওয়া ইউরিক অ্যাসিড বাড়াতে পারে ৷ তাই আপনার খাদ্যতালিকা থেকে প্রতিদিন মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন । মিষ্টি জিনিসের মধ্যে শুধু মিষ্টিই অন্তর্ভুক্ত নয়, ঠান্ডা পানীয় ও প্যাকেটজাত খাবার এড়িয়ে চলতে হবে।
আপেল ভিনিগার খান: আপেল সিডার ভিনিগারে প্রদাহ বিরোধী গুণ রয়েছে । তাই আপনার ইউরিক অ্যাসিড বেশি হলে সপ্তাহে 2 থেকে 3 বার আপেল সিডার ভিনিগার খান । ইউরিক অ্যসিডের ক্ষেত্রে আপেল সিডার ভিনিগার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷