হায়দরাবাদ: অনেকেরই দিন শুরু হয় কফি দিয়ে । এর সুগন্ধ মানুষকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট । কফিতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য ৷ যা নানাভাবে শরীরে উপকার করে । কিন্তু জানেন কি, এটি স্বাস্থ্যের পাশাপাশি চুলের জন্যও খুব উপকারী । চুল বাড়াতে ও মজবুত করতে কফি কার্যকরী । কীভাবে চুলের জন্য কফি ব্যবহার করতে পারবেন জেনে নিন ।
কফি এবং নারকেল তেল:নারকেল তেলে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন-ই, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি পাওয়া যায় যা চুলকে মজবুত করতে সহায়ক । এই হেয়ার প্যাকটি তৈরি করতে একটি প্যানে নারকেল তেল গরম করে তাতে আধ কাপ রোস্টেড কফি বিন যোগ করুন । মিশ্রণটি অল্প আঁচে কিছুক্ষণ রাখুন । পরে তেল ফিল্টার করুন, একটি পরিষ্কার বাক্সে সংরক্ষণ করুন । শ্যাম্পু করার আগে এই তেল দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করুন, এক ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ।
কফি এবং দই মাস্ক:দই চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে । এটি চুলকে সিল্কি করতে সাহায্য করে । হেয়ার মাস্ক তৈরি করতে এক কাপ দই নিন ৷ এরপর এতে এক টেবিল চামচ কফি ভালো করে মিশিয়ে নিন । এই মিশ্রণে লেবুর রসও যোগ করতে পারেন । এখন এটি মাথার ত্বকে লাগান ৷ প্রায় 30 মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন ।