হায়দরাবাদ, 11 জুন: আধুনিকতায় জীবনযাপনও নিত্যদিন আরও আধুনিক হয়ে উঠেছে ৷ বাড়ছে নিত্য নতুন ঘর-বাড়ির সংখ্যা ৷ বাড়ছে যোগাযোগ ব্যবস্থারও সুবিধাও ৷ স্কুল থেকে কলেজ, সবই এখন হাতের নাগালে পাওয়ার জন্য অনেকেই নিজের পছন্দের ফ্ল্যাট বা বাড়ি কিনছেন রাস্তার কাছেই ৷ জনবহুল এলাকাও থাকবে আবার কম সময়ে বাস, মেট্রো ধরতেও কোনও সমস্যা হবে না ৷ আজকাল এই ভাবনা বা মানসিকতা রোজনামচা জীবনে সমস্যার সমাধান করলেও শিশুদের কিন্তু অজান্তেই ঠেলে দিচ্ছে বিপদের মুখে ৷ সম্প্রতি এক সমীক্ষা এমনই দাবি করেছে ৷ রাস্তার ধারে ঘর-বাড়ি হওয়ার কারণে সেই সব জায়গায় দূষণ বেশি হচ্ছে ৷ যার প্রভাব এসে পড়েছে বাচ্চাদের স্বাস্থ্যের ওপরে ৷
জাতীয় ইহুদি স্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্প্রতি এই নিয়ে এক সমীক্ষা সামনে এনেছেন ৷ ক্রমবর্ধমান দূষণ বাড়াচ্ছে ত্বকের অ্যালার্জিজনিত সমস্যা ৷ এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে এই সমীক্ষায় ৷ সাম্প্রতিক সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে, কলোরাডো রাজ্যের যে সকল বাড়ির শিশুরা হাইওয়ে থেকে দূরে থাকে তাদের শরীরে অ্যালার্জিজনিত সমস্যা অতটা তীব্র ধরা পড়েনি ৷ যে সমস্ত শিশুরা বেশি ব্যবহৃত হাইওয়ে থেকে কমপক্ষে এক হাজার মিটার দূরে বাস করে তাদের 500 মিটারের মধ্যে বসবাসকারীদের তুলনায় এটোপিক ডার্মাটাইটিস হওয়ার ঝুঁকি কম ছিল ৷
জেসিকা হুই, ন্যাশনাল ইহুদি হেলথের একজন পেডিয়াট্রিক, অ্যালার্জিস্ট এবং ইমিউনোলজিস্ট-এর পাশাপাশি তিনি একজন সিনিয়র গবেষক ও লেখক। তাঁর কথায়, "দেখতে খুবই সামান্য মনে হলেও এইটুকু পার্থক্য বুঝিয়ে দিয়েছে কতটা গভীর সমস্য়ার মধ্যে বাস করছি আমরা ৷ অ্যাটোপিক ডার্মাটাইটিস বা একজিমা বেশি প্রভাব ফেলে শিশুদের ত্বকের ওপরে ৷ যা ক্রমাগত ত্বকের জটিল অ্যালার্জির দিকে নিয়ে যায় ৷ এই রোগ অ্যাটোপিক মার্চ হিসাবেও পরিচিত ৷"