হায়দরাবাদ: জীবনে চলার পথে নানা বাধা পেড়োতে বা সংসারে সুখ শান্তি বজায় রাখতে অনেকেই জ্যোতিষ শাস্ত্র বা বাস্তুশাস্ত্র মেনে চলেন ৷ ভাগ্যের লেখা বদলানো না গেলেও ছোট ছোট কিছু টোটকা দৈনন্দিন জীবনে অনেক চিন্তা থেকে মুক্তি দেয় ৷ ঠিক যেমন এলাচ ৷ জ্যোতিষ শাস্ত্র মতে এলাচের টোটকা গুণ দারুণ ৷ বিশেষ করে আর্থিক সচ্ছল আনতে সক্ষম এলাচ ৷ হাতে টাকা পয়সা না থাকলে একবার করেই দেখতে পারেন এই টোটকাগুলি ৷
1) অনেক সময় দেখা যায়, একজন প্রচণ্ড পরিশ্রম করেও কর্মক্ষেত্রে ততটা সফল হচ্ছেন না ৷ বারবার আটকে যাচ্ছে প্রোমোশন ৷ জ্যোতিষবিদদের মতে, এলাচ দিয়ে একটা ছোট্ট টোটকা করলে সুফল মিলতে পারে ৷ একটি সবুজ কাপড়ে একটি এলাচ বেঁধে সেটা রাতে শোবার আগে রেখে দিতে বালিশের নীচে ৷ এরপর সকালে ঘুম থেকে উঠে তা কোনও বাইরের লোককে দান করে দিতে হবে ৷ এই টোটকা নাকি, না হওয়া কাজও হতে সাহায্য করে ৷
2) আপনার হয়তো টাকা পয়সার সমস্যা যাচ্ছে ৷ পকেট খালি ৷ তাহলে এই টোটকা করে দেখতে পারেন ৷ মানিব্যাগে সবসময় 5টি এলাচ রেখে দিন ৷ বলা হয় যে, টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে এলাচের টোটকা অনেক কাজ দেয় ৷
3) টাকা পয়সা ছাড়াও যদি কেউ সুন্দর লাইফ পার্টনার পেতে চান তাহলেও এলাচের টোটকা কার্যকরী ৷ একটি পরিষ্কার হলুদ কাপড়ে 5টি গোটা এলাচ নিতে হবে ৷ তারপর সেটা দান করতে হবে কোনও গরীবকে ৷ এমনটা করলে নাকি, সুন্দর জীবন সঙ্গী পাওয়া যায় ৷