পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

cardamom for Make Money: পকেটে কয়েকদানা এলাচে ভাগ্যে উন্নতি, জেনে নিন কীভাবে ? - গোটা এলাচ

ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পেতে টোটকার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ৷ সাধারণ কিছু টোটকাই আনতে পারে বিশাল পরিবর্তন ৷ আর্থিক সমস্যা দূর করতে সক্ষম কয়েকদানা গোটা এলাচ ৷ কীভাবে জেনে নিন ৷

Etv Bharat
এলাচ সৌভাগ্য আনতে সক্ষম

By

Published : Jul 27, 2023, 12:05 PM IST

Updated : Jul 27, 2023, 12:30 PM IST

হায়দরাবাদ: জীবনে চলার পথে নানা বাধা পেড়োতে বা সংসারে সুখ শান্তি বজায় রাখতে অনেকেই জ্যোতিষ শাস্ত্র বা বাস্তুশাস্ত্র মেনে চলেন ৷ ভাগ্যের লেখা বদলানো না গেলেও ছোট ছোট কিছু টোটকা দৈনন্দিন জীবনে অনেক চিন্তা থেকে মুক্তি দেয় ৷ ঠিক যেমন এলাচ ৷ জ্যোতিষ শাস্ত্র মতে এলাচের টোটকা গুণ দারুণ ৷ বিশেষ করে আর্থিক সচ্ছল আনতে সক্ষম এলাচ ৷ হাতে টাকা পয়সা না থাকলে একবার করেই দেখতে পারেন এই টোটকাগুলি ৷

1) অনেক সময় দেখা যায়, একজন প্রচণ্ড পরিশ্রম করেও কর্মক্ষেত্রে ততটা সফল হচ্ছেন না ৷ বারবার আটকে যাচ্ছে প্রোমোশন ৷ জ্যোতিষবিদদের মতে, এলাচ দিয়ে একটা ছোট্ট টোটকা করলে সুফল মিলতে পারে ৷ একটি সবুজ কাপড়ে একটি এলাচ বেঁধে সেটা রাতে শোবার আগে রেখে দিতে বালিশের নীচে ৷ এরপর সকালে ঘুম থেকে উঠে তা কোনও বাইরের লোককে দান করে দিতে হবে ৷ এই টোটকা নাকি, না হওয়া কাজও হতে সাহায্য করে ৷

2) আপনার হয়তো টাকা পয়সার সমস্যা যাচ্ছে ৷ পকেট খালি ৷ তাহলে এই টোটকা করে দেখতে পারেন ৷ মানিব্যাগে সবসময় 5টি এলাচ রেখে দিন ৷ বলা হয় যে, টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে এলাচের টোটকা অনেক কাজ দেয় ৷

3) টাকা পয়সা ছাড়াও যদি কেউ সুন্দর লাইফ পার্টনার পেতে চান তাহলেও এলাচের টোটকা কার্যকরী ৷ একটি পরিষ্কার হলুদ কাপড়ে 5টি গোটা এলাচ নিতে হবে ৷ তারপর সেটা দান করতে হবে কোনও গরীবকে ৷ এমনটা করলে নাকি, সুন্দর জীবন সঙ্গী পাওয়া যায় ৷

4) শুধু তাই নয়, ভালো নম্বর পেতেও নাকি এলাচের টোটকার জুড়ি মেলা ভার ৷ বলা হচ্ছে, দুধের মধ্যে এলাচ ফুটিয়ে সেটি ঠান্ডা করে কোনও গরীবকে পান করতে দিতে হবে ৷ টানা সাতটা সোমবার এই কাজ করলে পরীক্ষায় মনের মতো ফল পাওয়া সম্ভব ৷

5) বলা হয়, যদি কোনও ব্যক্তির ভাগ্যচক্রে শুক্র গ্রহ দুর্বল থাকে তাহলে এলাচের টোটকায় উপকার পাওয়া যায় ৷ দুটি এলাচ নিয়ে একটি পাত্রে অনেকটা জল নিয়ে ফোটাতে হবে ৷ জল ফুটতে ফুটতে অর্ধেক হয়ে গেলে সেই জল স্নানের সময় গামলা বালতির জলে মিশিয়ে নিতে হবে ৷ সেই জল দিয়ে স্নান করার সময় এই মন্ত্র উচ্চারণ করতে হবে ৷ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী ৷ এতে নাকি ভাগ্যচক্রে দুর্বল থাকা শুক্র গ্রহ শক্তিশালী হয় ৷

আরও পড়ুন: বাড়ির মূল দরজায় রাখুন এই গাছগুলি ! গৃহে থাকবেন মা লক্ষী

সবশেষে একটা কথা বলতে হয়, চাকরিক্ষেত্রে হোক বা পড়াশোনার জগতে ভালো কিছু পেতে হলে পরিশ্রম অবশ্যই করতে হবে ৷ জ্যোতিষশাস্ত্র মতে, টোটকা সাময়িক ফল দেয় বাকিটা ভাগ্য ও পরিশ্রমের উপর নির্ভরশীল ৷

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে জ্যোতিষবিদের পরামর্শ নিন ৷)

Last Updated : Jul 27, 2023, 12:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details