পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Cancer Symptoms: শিশুদের এইসব উপসর্গ থাকলে সাবধান, শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসার - ক্যানসার

ক্যানসার একটি মারাত্মক রোগ যা সমগ্র বিশ্বকে গ্রাস করেছে, যখন শিশুরাও এই রোগে আক্রান্ত হয় । শিশুরা কেন ক্যানসারে আক্রান্ত হয়, তার লক্ষণ এবং রোগ নির্ণয় সম্পর্কে জানুন (Cancer) ৷

Cancer Symptoms News
শিশুর এই সব উপসর্গ থাকলে সাবধান

By

Published : Feb 22, 2023, 7:18 PM IST

হায়দরাবাদ:বিশ্বব্যাপী উদ্বেগের আরেক নাম ক্যানসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শুধু 2020 সালে সারা বিশ্বে এক কোটিরও বেশি মানুষ ক্যানসারে মারা গিয়েছেন । প্রতি বছর নারী-পুরুষ উভয়েই বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। সবচেয়ে বড় কথা এই রোগটি ছোট বাচ্চাদেরও গ্রাস করছে। জেনে নেওয়া যাক, শিশুদের ক্যানসারে আক্রান্ত হওয়ার লক্ষণগুলি কীভাবে জানবেন এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করবেন (Cancer Symptoms In Children)?

শিশুদের মধ্যে ক্যানসারের লক্ষণ: ক্যানসার বা অন্যান্য রোগের লক্ষণ যেমন প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায়, তেমনি শিশুদের মধ্যেও ক্যানসারের লক্ষণ দেখা যায় । উপসর্গের মধ্যে রয়েছে পিঠে ব্যথা, ঘন ঘন জ্বর, হাড়ের দুর্বলতা, শরীর হলুদ হয়ে যাওয়া, চোখের মণিতে পরিবর্তন, গলা বা পেটে আঁটোসাঁটো ভাব, খিদে কমে যাওয়া, দ্রুত ওজন কমে যাওয়া ।

কারণ:ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের (জন্ম থেকেই কিছু শারীরিক সমস্যা) ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্যানসার বংশগত। অর্থাৎ, পরিবারের কারও ক্যানসার হলে একটি শিশুও এই রোগে আক্রান্ত হতে পারে। একইভাবে জাঙ্ক ফুড যেমন পিৎজা, বার্গার, চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাইও ক্যানসারের কারণ হতে পারে । এছাড়া শিশু কম সক্রিয় হলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।

প্রতিরোধমূলক ব্যবস্থা:মায়ের শরীরে বিশেষ প্রোটিন ও পুষ্টি উপাদান থাকলে তা শিশুকে ক্যানসার-সহ অন্যান্য রোগ থেকে রক্ষা করে। তাই শিশুকে 6 মাস বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানো বাধ্যতামূলক ৷ ফলে শিশুর ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কম হতে পারে। নবজাতক শিশু বা এক বছরের বেশি বয়সী শিশুদের দীর্ঘ সময়ের জন্য সূর্যালোকের সংস্পর্শে আসা উচিত নয়। কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সারের কারণ হতে পারে।

শিশুদের দূষণ থেকে দূরে রাখুন। 9 বছরের বেশি বয়সি মেয়েদের জন্য সার্ভাইক্যাল ক্যানসারের টিকা পান । আপনি যদি ক্যানসারের কোনও হালকা লক্ষণ লক্ষ্য করেন তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন । মনে রাখবেন, সময়মতো রোগ নির্ণয়ে ক্যানসার প্রতিকার সম্ভব ৷ তাই উপসর্গ উপেক্ষা করবেন না ।

আরও পড়ুন:অনেক ধরণের হাইপারটেনশন আছে ! জেনে নিন কীভাবে নিয়ন্ত্রণ করবেন

ABOUT THE AUTHOR

...view details