ড. পি রঘুরাম, MS, FRCS (ইংল্যান্ড), FRCS (এডিন), FRCS (গ্লাসগো), FRCS (আয়ারল্যান্ড), সম্মানীয় FRCS (থাইল্যান্ড), ঊষালক্ষ্মী স্তন ক্যানসার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, CEO ও ডিরেক্টর এবং KIMS-ঊষালক্ষ্মী স্তন সংক্রান্ত রোগের ডিরেক্টর । তাঁর সঙ্গে ETV ভারত সুখীভব পারিবারিক ইতিহাসের দিকটি নিয়ে আলোচনা করেছে ।
প্রচলিত ধারণা
স্তনে ক্যানসার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয়টি হল স্তন ক্যানসার হওয়ার পারিবারিক ইতিহাস ।
তথ্য
যে সমস্ত মহিলারা স্তন ক্যানসারে আক্রান্ত হন, তাঁদের অধিকাংশ ক্ষেত্রেই অতীতে পরিবারে কারও স্তন ক্যানসার হওয়ার ঘটনা খুঁজে পাওয়া যায় না । স্তন ক্যানসারের পারিবারিক ইতিহাস (জেনেটিক প্রিডিপোজিশন) রয়েছে এমন ক্ষেত্রে পাঁচ থেকে দশ শতাংশ রোগী দেখতে পাওয়া যায় ।
প্রচলিত ধারণা
স্তন ক্যানসার হতে পারে কি না, তা জেনে নেওয়ার জন্য আগেই ‘জেনেটিক পরীক্ষা’ করা প্রয়োজন ।
তথ্য
না । যে সমস্ত মহিলাদের গড়পড়তা ঝুঁকি (উদাহরণ হিসেবে বলা যায়, 40 বছর বয়স হয়ে যাওয়ার পর পরিবারের একজন কোনও সদস্যের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়া) রয়েছে, তাঁদের জেনেটিক পরীক্ষা হলে তা অধিকাংশ অযথা হয় এবং অযথা সতর্কবার্তা তৈরি হতে পারে । এই ধরনের মহিলারা যাঁদের গড়পড়তা ঝুঁকি রয়েছে, তাঁরা ভুল পথে চালিত হন । ভারতে জেনেটিক পরীক্ষার পর তাঁদের ঝুঁকি বৃদ্ধি পায় । আর তাঁরা ঠিক মতো জেনেটিক কাউন্সেলিংও পান না ।
স্তন ক্যানসারের শুধুমাত্র পাঁচ থেকে 10 শতাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তার কারণ ত্রুটিপূর্ণ জিন (BRCA1 এবং BRCA2) । যাঁদের এই ধরনের ত্রুটিপূর্ণ জিন থাকে, তাঁদের জীবনের যে কোনও পর্বে স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে । যাঁদের BRACA পজ়িটিভিটি থাকে, তাঁরা সকলেই যে স্তন ক্যানসারে আক্রান্ত হবেন, তেমনটা একেবারেই নয় । যখন পরিবারের অন্য সদস্যদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে (উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রুপ), একমাত্র সেই সব ক্ষেত্রেই পরীক্ষা করা গুরুত্বপূর্ণ । তবে এই ক্ষেত্রে আগে থেকে পর্যাপ্ত পরিমাণে জেনেটিক কাউন্সেলিং করা জরুরি ।
স্তন ক্যানসারের গুরুত্বপূর্ণ পারিবারিক ইতিহাস রয়েছে , তার মধ্যে হল (উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রুপ) ।
এক বা একাধিক নিকট আত্মীয় যিনি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন 40 বছর বয়স হওয়ার আগেই ।
দুই জন বা তার অধিক নিকট আত্মীয় জীবনের যে কোনও বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন ।
নিকট আত্মীয় যাঁদের স্তন ক্যানসার হয়েছিল এবং অন্যরা যাঁরা জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ।