62 বছরের প্রতিমা (নাম পরিবর্তিত) তিন মাস ধরে লক্ষ্য করছিলেন তাঁর ডান দিকে স্তনে একটি লাম্প হয়েছে । তিন বারের পরীক্ষার পর ধরা পড়ে তাঁর স্তন ক্যানসার হয়েছে ।
স্তন ক্যানসার কী এবং তা সৃষ্টি হয় কোথা থেকে?
স্তনের টিসু (কলা) তৈরি হয় ডাক্ট (নালিকা) এবং লোবিউল দিয়ে । স্তনের যে কোনও একটি কোশ বিভক্ত হয়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করলে স্তন ক্যানসার হয় ।
স্তন ক্যানসার নানা ধরনের হয় । প্রতি ক্ষেত্রেই এর প্রকৃতি ভিন্ন । একে কার্সিনোমাও বলা হয় । মোটামুটিভাবে ডাক্ট বা নালিকা থেকে যে স্তন ক্যানসার হয় সেগুলিকে ডাক্টাল কার্সিনোমা এবং লোবিউল থেকে যে স্তনে ক্যানসার হয় সেগুলিকে লোবিউলার কার্সিনোমা বলা হয় । এই দু’টির মধ্যে স্তন ক্যানসারের সবচেয়ে সাধারণটি হল ডাক্টাল কার্সিনোমা ।
তবে স্তন ক্যানসারের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হল সঠিক রোগ নির্ণয়, কারণ একমাত্র তখনই চিকিৎসকদের পক্ষে আক্রান্ত ব্যক্তির জন্য সবচেয়ে সঠিক চিকিৎসা করা সম্ভব ।
ক্যানসারের স্টেজ এবং গ্রেডের মধ্যে পার্থক্য কী?
স্তন ক্যানসার চিহ্নিত হলেই যে তা ছড়িয়ে পড়েছে বা পড়ছে এরকম ভেবে নেওয়ার কোনও কারণ নেই । তবে এটা বলা যায় যে ছড়িয়ে পড়ার ক্ষমতা রয়েছে । এই ছড়িয়ে পড়ার ক্ষমতার মাপকাঠিকেই বলা হয় ক্যানসারের গ্রেড । ব্রেস্ট ক্যানসারকে তিনটি গ্রেডে ভাগ করা হয়- গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3 । মোটামুটিভাবে গ্রেড 1 বললে বোঝায় খুব ধীর গতিতে ক্যানসার ছড়িয়ে পড়ছে এবং সবচেয়ে বেশি অর্থাৎ গ্রেড 3 বললে বোঝায় অত্যন্ত দ্রুত গতিতে আক্রান্তের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ছে ।
রোগ, অর্থাৎ ক্যানসার কতটা ছড়িয়ে পড়েছে, তা বোঝাতে ব্যবহার করা হয় স্টেজ শব্দটি ।
- স্টেজ 1 মানে টিউমারের আকার দুই সেমির কম এবং তা ছড়িয়ে পড়ছে না ।
- স্টেজ 2 বললে বোঝায়, টিউমার 2 থেকে 5 সেমির মধ্যে । এর মধ্যে লিম্ফ নোড থাকতেও পারে আবার না থাকতেও পারে । এবং শরীরের অন্য অংশে রোগ ছড়িয়ে পড়েনি ।
- স্টেজ 3 কথার অর্থ হল হয় টিউমার 5 সেমির বেশি, অথবা তা বুকের প্রাচীর, পেশী বা ত্বকে স্থির অবস্থায় রয়েছে । এ ক্ষেত্রে টিউমারের আকার যা খুশি হতে পারে ।
- স্টেজ 4 এর অর্থ হল টিউমার যে কোনও মাপের হতে পারে । এমনকী লিম্ফ নোডও যুক্ত না থাকতে পারে । তবে ক্যানসার শরীরের সর্বত্র ছড়িয়ে পড়েছে ।
(সূত্র: ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেনস্ট ক্যানসার UICC)
স্তন ক্যানসারের চিকিৎসার মূল লক্ষ্য কী?
- স্তনের ক্যানসার আক্রান্ত অঞ্চল এবং বাহুমূলে থাকা কোনও সংক্রমিত লিম্ফ নোডের বিনাশ করা ৷
- রক্ত বা লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে শরীরের অন্যত্র কোনও ক্যানসার আক্রান্ত কোশ ছড়িয়ে পড়ে, সেগুলিকে ধ্বংস করা ।