পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Shea Butter for Face: ত্বকে বয়সের ছাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করে এই বাটার - শিয়া বাটার

ত্বকের নানা সমস্যা, কাটা দাগ, পোড়া ও ক্লান্তিভাব দূর করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে শিয়া বাটার। ত্বকের আদ্রতা ধরে রেখে ভেতর থেকে উজ্জলতা ফুটিয়ে তোলে এটি। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বক বাঁচাতে সাহায্য করবে বাটার। আর কী উপকারিতা রয়েছেন জেনে নিন ৷

Shea Butter for Face
ত্বকের নানা সমস্যা দূর করতে ব্যবহার করুন শিয়া বাটার

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 8:06 PM IST

হায়দরাবাদ: দক্ষিণ আফ্রিকার শিয়া গাছের বাদাম থেকে আসে শিয়া বাটার ৷ যা ত্বক চর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ৷ অনেকেই এর গুণাগুণ সম্পর্কে জানেন না ৷ এই বাটার ত্বকের যত্নে মিরাকেলের মত কাজ করে। এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন-ই ও অ্যান্টি অক্সিডেন্ট। যা বয়সের ছাপ রুখে দিতে পারে অনায়াসে। তাই এক নজরে দেখে নেওয়া যাক শিয়া বাটারের উপকারিতা ৷

শিয়া বাটারে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমাটরি উপাদান ৷ ত্বকে লালচেভাব বা ফোলাভাব কমাতে সাহায্য করে শিয়া বাটার ৷ এতে থাকা ময়শ্চরাইজার ত্বকের প্রদাহভাব কমাতে সাহায্য করে ৷ এর ব্যবহার অ্যালার্জি হয় না ৷ আবার মাখার পর তেল তেলে বা চটচটে ভাবও থাকে না ৷

ত্বকের তারুণ্যভাব ধরে রাখতে কে না চান ৷ সেই জায়গায় দাড়িয়ে শিয়া বাটারের ব্যবহার স্বপ্ন পূরণ করতে পারে যে কোনও নারীর ৷ এতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকে আর্দ্রতা জোগায় ৷ যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা এই শিয়া বাটার ব্যবহার করে দেখতে পারেন ৷ ফল পাবেন নিমেষে ৷

অনেকের ব্রণ বা ফুসকরি হওয়ার সমস্যা থাকে ৷ শিয়া বাটার তা প্রতিরোধে সহায়তা করে ৷ ত্বকে ফাঙ্গাসের সংক্রমণের হাত থেকেও রক্ষা করে শিয়া বাটার ৷ এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, ই ও এফ ৷ যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলিকে সারিয়ে তুলতে সহায়তা করে ৷

শিয়া বাটার কোলাজেনের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এর ফলে বলিরেখা ও ত্বকের কুচকানো ভাব অনেকটা কমে যায়। এছাড়াও আবাহাওয়ার তারতম্য কিংবা পরিবেশ দূষণের ফলে ত্বকের সমস্যার সমাধান করে শিয়া বাটার। শুধু তাই নয়, ত্বকে স্ট্রেচমার্ক কমাতে ব্যবহার করা যায় শিয়া বাটার ৷ তাই মুখে দাগ-ছোপ থাকলে শিয়া বাটারের সাহায্য নিতে পারেন ৷ শিয়া বাটার ক্রিম রাতে শোওয়ার আগে ব্যবহার করলে ত্বক উপকৃত হয় বেশি ৷ এছাড়া মাস্ক বানিয়েও ব্যবহার করতে পারেন ৷

আরও পড়ুন: শরীরের অবহেলিত অংশে পড়ছে কালো ছোপ, ঘরোয়া উপায়ে পান প্রতিকার

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

ABOUT THE AUTHOR

...view details