হায়দরাবাদ: দক্ষিণ আফ্রিকার শিয়া গাছের বাদাম থেকে আসে শিয়া বাটার ৷ যা ত্বক চর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ৷ অনেকেই এর গুণাগুণ সম্পর্কে জানেন না ৷ এই বাটার ত্বকের যত্নে মিরাকেলের মত কাজ করে। এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন-ই ও অ্যান্টি অক্সিডেন্ট। যা বয়সের ছাপ রুখে দিতে পারে অনায়াসে। তাই এক নজরে দেখে নেওয়া যাক শিয়া বাটারের উপকারিতা ৷
শিয়া বাটারে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমাটরি উপাদান ৷ ত্বকে লালচেভাব বা ফোলাভাব কমাতে সাহায্য করে শিয়া বাটার ৷ এতে থাকা ময়শ্চরাইজার ত্বকের প্রদাহভাব কমাতে সাহায্য করে ৷ এর ব্যবহার অ্যালার্জি হয় না ৷ আবার মাখার পর তেল তেলে বা চটচটে ভাবও থাকে না ৷
ত্বকের তারুণ্যভাব ধরে রাখতে কে না চান ৷ সেই জায়গায় দাড়িয়ে শিয়া বাটারের ব্যবহার স্বপ্ন পূরণ করতে পারে যে কোনও নারীর ৷ এতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকে আর্দ্রতা জোগায় ৷ যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা এই শিয়া বাটার ব্যবহার করে দেখতে পারেন ৷ ফল পাবেন নিমেষে ৷