হায়দরাবাদ: চুলকে সুন্দর ও ঝলমলে করতে আমরা সবসময় নতুন নতুন পণ্য ব্যবহার করি । কিন্তু তাতেও চুল পড়া বন্ধ হয় না । সেক্ষেত্রে চুল ঘন করতে মেথি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন (Fenugreek Hair Pack IS Beneficial in Many Ways)।
1) মেথি, দই হেয়ার প্যাক: মেথি বীজ সারারাত জলে ভিজিয়ে রাখুন । পরের দিন মিক্সারে ভালো করে পেস্ট তৈরি করে নিন । তারপর এই পেস্টে দই যোগ করুন । এই মিশ্রণটি চুলে লাগান । প্লাস্টিকের ব্যাগ দিয়ে চুল ঢেকে রাখুন 45 মিনিট । তারপর জল দিয়ে চুল ধুয়ে ফেলুন । সপ্তাহে 1-2 বার এই প্যাকটি ব্যবহার করতে পারেন ।
2. মেথি গুঁড়ো :পাত্রে মেথির গুঁড়ো রাখুন এবং এতে 2 টেবিল চামচ নারকেল তেল দিন । তারপর চুলে লাগিয়ে রাখুন 30 মিনিট । শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন । চুল ধোয়ার সময় হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে হবে । নারকেল তেল আপনার চুলের জন্য খুবই উপকারী । এটিতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গালের মতো নানা বিশেষত্ব । চুলে নারকেল তেল এবং মেথির প্যাক লাগালে চুল পড়া থেকে মুক্তি পাবেন ।