লখনউ: হৃদরোগে হঠাৎ আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা শোনাই যায় । জানেন কি, হার্টফেল হওয়ার আগে আগাম সতর্কতা দেয় । খেয়াল রাখুন সেই ধরণের উপসর্গেই । চিকিৎসকরা জানাচ্ছেন, হার্টফেল হওয়ার আগে বেশ কয়েকটি সংকেত পাঠায় এবং আসন্ন বিপদ সম্পর্কে আপনাকে সতর্ক করে । মারাত্মক ক্লান্তি ও পায়ের ফোলাভাব থাকলে উপেক্ষা করবেন না । হার্টফেলের আগে যা বিপদ সংকেত বলেই মত বিশেষজ্ঞদের ।
এই বিষয়ে মেদান্ত হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট চিকিৎসক নকুল সিনহা বলেন," বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর গাফিলতির কারণেই হার্টফেল হয় । মনে রাখতে হবে, ক্লান্তি, শ্বাসকষ্ট, ব্যক্তিগত ও পেশাগত কাজ স্বাভাবিকভাবে করতে না পারা,কারণ ছাড়াই ওজন বেড়ে যাওয়া,পা ফুলে যাওয়া এগুলি সবই আপনার হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ ৷ এই ধরনের উপসর্গগুলি বুঝে সেইমতো কাজ করার চেষ্টা করুন ৷ কার্ডিয়াক অ্যারেস্ট হঠাৎ করে হয় ৷ কিন্তু হার্টের সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে । যা প্রাথমিক পর্যায়েই সনাক্ত করা যায় ৷ "
আরেক প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মনসুর হাসানের কথায়,"কনজেস্টিভ হার্ট ফেলিওর বা হার্ট ফেলিওর এমন একটা অবস্থা যেখানে যতটা কার্যকর ততটা রক্ত হৃৎপিণ্ড পাম্প করতে পারে না ৷ কনজেস্টিভ হার্ট ফেলিওরের কোনও নির্দিষ্ট লক্ষণ নেই ৷ তাই আপনার যদি উপরোক্ত এমন কোনও উপসর্গ থাকে যা আপনাকে কয়েকদিন বা সপ্তাহ ধরে বিরক্ত করছে তাহলে ডাক্তার দেখানো জরুরি ৷"