পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Herbs for Mood: মেজাজ ভালো রাখতে ডায়েটে রাখুন ভেষজ এই দ্রব্য, ম্যাজিকের মতো কাজ করে

ভেষজ উদ্ভিদের মাধ্যমে নিজেকে রাখুন তরতাজা ও সতেজ ৷ মানসিক শান্তি ফিরে পেতে ও উদ্বিগ্নতা কাটাতে এই ভেষজ উদ্ভিদ ভীষণ কার্যকরী ৷ কী কী রয়েছে তালিকায়, দেখে নিন এক নজরে

Herbs for Mood
ভেষজ গুণের সংস্পর্শে আনুন মানসিক শান্তি

By

Published : Jul 29, 2023, 8:42 PM IST

Updated : Jul 29, 2023, 11:00 PM IST

হায়দরাবাদ: সারাদিনের অফিসের কাজের চাপ, বাড়িতে কাজ, সন্তানের পড়াশোনা, ডেডলাইন ইত্যাদি ইত্যাদি কারণে অনেক সময় খারাপ হয়ে যায় মন মেজাজ ৷ মাথা ধরা থেকে খিটখিটে মেজাজ আর পাঁচজনের সঙ্গেও সম্পর্ক খারাপ করে দেয় ৷ হাজার চেষ্টা করেও যখন কোনও ভাবেই এই সমস্যা থেকে বেরোতে পারছেন না, তখন হাত ধরতে পারেন আয়ুর্বেদের ৷ আয়ুর্বেদ শাস্ত্র বলছে, মুডকে বুস্ট করতে আছে এমন কিছু ভেষজ উপাদান, যা মনকে রাখবে সতেজ ও হাসিখুশি ৷ বেশ কিছু ভেষজ উদ্ভিদের ছোট তালিকা রইল, ব্যবহার করে দেখতে পারেন ৷

  • অর্শ্বগন্ধায় একাধিক ভেষজ গুণ রয়েছে ৷ স্ট্রেস দূর করতে ও মনে শান্তি আনতে এটি খুব কার্যকরী ৷
    অর্শ্বগন্ধা
  • ব্রাহ্মি পাতাও আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে একাধিক কাজ করে৷ যার মধ্যে রয়েছে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখা ৷ স্মৃতিশক্তি ভালো রাখার পাশাপাশি উদ্বিগ্নতা দূর করতেও ব্রাহ্মি বেশ উপকারী ৷
ব্রাহ্মি
  • তুলসী পাতার গুণাগুণ একাধিক ৷ এর উপকারিতা মানবজীবনে গুণে শেষ করা যায় না ৷ মন মেজাজ ভালো রাখতেও তুলসী পাতা ভীষণ কার্যকারী ৷
তুলসী
  • শতবরী এমন একটি ভেষজ যা আবেগের ভারসাম্য রক্ষা করতে, উদ্বেগ কমাতে এবং সুস্থ থাকতে সাহায্য করে ৷
শতবরী
  • জটামানসি মনের উপর শান্ত প্রভাব রাখতে জটামানসি উপকারী বলে জানায় আয়ুর্বেদশাস্ত্র ৷ উদ্বেগ উপশম করতে এবং স্ট্রেস দূর করতেও জটামানসি ভালো কাজ করে ৷
জটামানসি

আরও পড়ুন: হজমের সমস্যা মেটানো থেকে চোখের স্বাস্থ্য রক্ষা -অপরাজিতা ফুলের চায়ের অনেক গুণ

কীভাবে ব্যবহার করবেন এই ভেষজ দ্রব্য

  • ক্যাপসুল বা সাপ্লিমেন্ট হিসাবে আয়ুর্বেদিক হার্বস বিভিন্ন ওষুধের দোকানে পাওয়া যায় ৷ চিকিৎসকের পরামর্শ মতো দিনে কতবার ওষুধ খাওয়া উচিত, তা জেনে নিতে হবে ৷
  • এছাড়াও যদি মনে করেন, চায়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন ৷ বিভিন্ন ধরণের ভেষজ চা হয়, এই ক্ষেত্রে যেটা আপনি খেতে চান তা বেছে নিতে পারেন ৷
    ওষুধ হিসাবে নিতে পারেন
  • এই দ্রব্যগুলি পাউডার হিসাবেও পাওয়া যায় ৷ সেক্ষেত্রে চাইলে জুস বা স্মুদির সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন ৷

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নিন ৷)

Last Updated : Jul 29, 2023, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details