পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Sukhivaba : মস্তিষ্কে রক্তক্ষরণ আলজাইমারের কারণ হতে পারে, জানাচ্ছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা

মস্তিষ্কে দূষিত প্রোটিন জমাই আলজাইমার রোগের কারণ বলে জানা গিয়েছিল ৷ কিন্তু অস্ট্রেলিয়ার একদল গবেষক জানাচ্ছেন মস্তিষ্কের সঙ্গে রক্তের বিশেষ সম্পর্কের কারণও তাকে প্রভাবিত করে ৷

আলজাইমার রোগী
আলজাইমার রোগী

By

Published : Sep 18, 2021, 10:38 AM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর : অস্ট্রেলিয়ার একদল গবেষক আলজাইমার নিয়ে গবেষণা করে এর নতুন কারণ খুঁজে পেয়েছেন, যেখানে রক্ত ও মস্তিষ্কের (blood-to-brain pathway) মধ্যে সম্পর্ক রয়েছে ৷ বিশ্বজুড়ে অস্ট্রেলিয়ার (Australia) পারথে (Perth) কার্টিন বিশ্ববিদ্যালয়ের (Curtin University) একদল গবেষক জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণই আলজাইমারের (Alzheimer's disease) জন্য দায়ী ৷ এই বিষয়টি পিএলওএস বায়োলজির (PLOS Biology) জার্নালে প্রকাশিত হয়েছে ৷

কার্টিন হেলথ ইনোভেশন রিসার্চ ইসস্টিটিউট-এর (Director at Curtin Health Innovation Research Institute, CHIRI) ডিরেক্টর অধ্যাপক জন মামো (Professor John Mamo) বলেন, "আমরা আগে জানতাম যে মস্তিষ্কে বিটা-অ্যামাইলয়েড (beta-amyloid) নামের প্রোটিন জমতে শুরু করলে আলজাইমার রোগ হয় ৷ কিন্তু গবেষকেরা জানেন না কোথা থেকে এই অ্যামাইলয়েড তৈরি হয়, আর কেনই বা মস্তিষ্কে তা জমা হয় ৷"

আরও পড়ুন : Sukhivaba : প্রতিদিন 7 হাজার পা হাঁটুন, কমবে মৃত্যুর ঝুঁকি

তিনি আরও বলেন, "আমাদের গবেষণা দেখাচ্ছে যে আলজাইমারে ভুগতে থাকা রোগীর মস্তিষ্কে দূষিত প্রোটিন (toxic protein) পদার্থ জমা হয় ৷ এতে মস্তিষ্কে ফ্যাট বহনকারী রক্ত ক্ষরিত হয় ৷"

এই বিষয়টি জেনেটিকাল ইঞ্জিনিয়ারিংয়ের মাউজ মডেল-এ (mouse model) পরীক্ষা করে দেখেন তাঁরা ৷ তিনি বলেন, "আমরা যেমন বলেছিলাম, এই গবেষণায় দেখা গিয়েছে মাউজ মডেল যকৃতে লাইপোপ্রোটিন-অ্যামাইলয়েড (lipoprotein-amyloid) তৈরি করে ৷ আর তাতে মস্তিষ্ক প্রদাহে ভোগেন রোগী ৷ আর রোগীর মস্তিষ্কের কোষগুলি মারা গিয়ে স্মৃতিশক্তি হারিয়ে যায় ৷"

এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন ৷ তাও গবেষকেরা জানিয়েছেন, খাদ্যাভ্যাসে পরিবর্তন আর কিছু ওষুধের মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব ৷

ABOUT THE AUTHOR

...view details