ফরাসি গবেষকরা পুরুষদের সঙ্গে যৌন মিলনকারী উপসর্গহীন পুরুষদের মলদ্বার থেকে নেওয়া নমুনায় মাঙ্কিপক্স ভাইরাস সনাক্ত করেছেন (Monkeypox) ৷ যা এই ভাইরাস সম্পর্কে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে ৷
মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব, যা মে মাসে আবির্ভূত হয়েছিল ৷ প্রধানত পুরুষদের সঙ্গে যৌন মিলনকারী পুরুষদের প্রভাবিত করেছিল । যদিও বেশিরভাগ সংক্রমণই ত্বকের ক্ষত দ্বারা চিহ্নিত করা হয়েছিল ৷ সম্প্রতি অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিন উপসর্গহিন পুরুষের ত্বকে ক্ষত নেই কিন্তু ইতিবাচক ফলাফল রয়েছে ।
ফ্রান্সের বিচাট-ক্লদ বার্নার্ড হাসপাতাল থেকে জানা গিয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী মাঙ্কিপক্স মহামারী আকার ধারণ করেছে ৷ মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই রোগ ৷