পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Monkeypox Research উপসর্গহীন ব্যক্তিরাই আরও বাড়াচ্ছে মাঙ্কিপক্স সংক্রমণের ভয় বলছে গবেষণা - Monkeypox

উপসর্গহীন ব্যক্তিরাই আরও বাড়াচ্ছে মাঙ্কিপক্স সংক্রমণের ভয় বলছে গবেষণা (Monkeypox) ৷ মাঙ্কিপক্স যেভাবে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে তাতে ভ্যাক্সিন দিয়েও সবক্ষেত্রে সংক্রমন এড়ানো সম্ভব হচ্ছে না ৷

Monkeypox News
ফরাসি গবেষকরা পুরুষদের সঙ্গে যৌন মিলনকারী অ্যাসিম্টোমেটিক পুরুষদের মলদ্বার থেকে নেওয়া নমুনায় মাঙ্কিপক্স ভাইরাস সনাক্ত করেছেন

By

Published : Aug 16, 2022, 11:01 PM IST

ফরাসি গবেষকরা পুরুষদের সঙ্গে যৌন মিলনকারী উপসর্গহীন পুরুষদের মলদ্বার থেকে নেওয়া নমুনায় মাঙ্কিপক্স ভাইরাস সনাক্ত করেছেন (Monkeypox) ৷ যা এই ভাইরাস সম্পর্কে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে ৷

মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব, যা মে মাসে আবির্ভূত হয়েছিল ৷ প্রধানত পুরুষদের সঙ্গে যৌন মিলনকারী পুরুষদের প্রভাবিত করেছিল । যদিও বেশিরভাগ সংক্রমণই ত্বকের ক্ষত দ্বারা চিহ্নিত করা হয়েছিল ৷ সম্প্রতি অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিন উপসর্গহিন পুরুষের ত্বকে ক্ষত নেই কিন্তু ইতিবাচক ফলাফল রয়েছে ।

ফ্রান্সের বিচাট-ক্লদ বার্নার্ড হাসপাতাল থেকে জানা গিয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী মাঙ্কিপক্স মহামারী আকার ধারণ করেছে ৷ মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই রোগ ৷

আরও পড়ুন: যৌনসঙ্গীর সংখ্যা কমান, মাঙ্কিপক্স রুখতে সমপ্রেমী পুরুষদের পরামর্শ হু-এর

মাঙ্কিপক্স যেভাবে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে তাতে ভ্যাকসিন দিয়েও সবক্ষেত্রে সংক্রমণ এড়ানো সম্ভব হচ্ছে না ৷

ফরাসি নির্দেশিকা অনুসারে, এই ধরনের স্ক্রিনিং প্রতি তিন মাস পর পর পুরুষদের মধ্যে সঞ্চালিত হয় ৷ যাঁরা একাধিক যৌনসঙ্গী পুরুষদের সঙ্গে সহবাস করেন এইচআইভি প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস (প্রিইপি) গ্রহণ করা হয়েছে ৷ যৌনবাহিত রোগজীবাণুগুলির জন্য নেতিবাচক 200 উপসর্গহীন ব্যক্তির মধ্যে 13 (6.5 শতাংশ) নমুনা মাঙ্কিপক্স ভাইরাসের জন্য পিসিআর পজিটিভ দেখা গিয়েছে ।

গবেষকরা পরামর্শ দিয়েছেন, এই সংক্রমণ থেকে বাঁচতে যাদের বেশি ঝুঁকি রয়েছে তাদের টিকাকরণ করা হবে ৷

For All Latest Updates

TAGGED:

Monkeypox

ABOUT THE AUTHOR

...view details