হায়দরাবাদ: সিরাম ত্বকের যত্ন নেওয়ার রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ । এটি আমাদের ত্বককে করে তোলে সুস্থ ও কোমল । ত্বকের বলিরেখা, দাগ, ফাইন লাইনের মতো সমস্যা কমাতে ব্যবহার করতে পারেন ।
বাজারে অনেক ধরনের ফেস সিরাম পাওয়া গেলেও সেগুলির দাম অনেক । আপনি চাইলে খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারেন । যা আপনার ত্বকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে । জেনে নিন ঘরে বসে কীভাবে ফেস সিরাম তৈরি করবেন ।
ভিটামিন-সি সিরাম
যাদের তৈলাক্ত ত্বকের সমস্যা রয়েছে ভিটামিন-সি সিরাম তাদের জন্য খুবই উপকারী। এটি বার্ধক্যের লক্ষণ কমায়। এই সিরাম তৈরি করতে ভিটামিন-সি পাউডার ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন । এর সঙ্গে কিছু অ্যালোভেরা জেলও যোগ করুন এবার এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন । ভিটামিন-সি সিরাম প্রস্তুত ।
শশা এবং অ্যালোভেরা ফেস সিরাম
আপনি যদি ত্বকের দাগ, কালো দাগ, ফাইন লাইন এবং বলিরেখা কমাতে চান তাহলে এই সিরাম ব্যবহার করতে পারেন । এজন্য শশার রসে অ্যালোভেরা জেল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন । প্রতিদিন রাতে মুখে লাগিয়ে পরের দিন ধুয়ে ফেলুন ।