হায়দরাবাদ: মিল্ক ক্রিম খেতে খুবই সুস্বাদু ৷ তবে খাওয়ার পাশাপাশি এটি ত্বকের জন্যও ব্যবহার করা হয় । এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে । এটি ব্যবহার করে আপনি উজ্জ্বল ত্বক পেতে পারেন ।
দুধের ক্রিম ফেলে দিলেও ফেসপ্যাক তৈরিতে ব্যবহার করতে পারেন । এগুলি মুখে লাগালে আপনি পেতে পারেন সুন্দর ত্বক । আপনি যদি শীতকালে উজ্জ্বল ত্বক পেতে চান, তাহলে অবশ্যই মুখে ক্রিম ফেসপ্যাক লাগান ।
মধু এবং ক্রিম ফেসপ্যাক:মধু এবং ক্রিমের ফেসপ্যাক উপকারী হতে পারে । একটি পাত্রে এক চামচ ক্রিম নিন, তাতে এক চামচ মধু মিশিয়ে নিন । এই দুটি মেশান ৷ এই ফেসপ্যাকটি আপনার মুখে লাগান ৷ কিছুক্ষণ পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন । এর পর মুখে ময়েশ্চারাইজার লাগান ।
হলুদ এবং ক্রিম ফেসপ্যাক:হলুদ ঔষধি গুণে পরিপূর্ণ । এর ব্যবহারে ত্বক হয়ে উঠতে পারে চকচকে । এই ফেসপ্যাক ব্যবহার করে ব্রণের সমস্যা কমানো যায় । এই ফেসপ্যাকটি তৈরি করতে একটি বড় পাত্রে এক টেবিল চামচ ক্রিম নিয়ে তাতে দুই চা চামচ হলুদ গুঁড়ো এবং গোলাপ জল মিশিয়ে নিন । এই ফেসপ্যাকটি দিয়ে আপনার ত্বকে মাসাজ করুন, প্রায় 20 মিনিটের জন্য জল দিয়ে ধুয়ে ফেলুন ।