হায়দরাবাদ : 'ডেভেলপমেন্টাল সাইকোলজি' জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, কিশোর-কিশোরীদের মধ্যে ডিপ্রেশনের সমস্যা বাতাসে ওজোন গ্যাসের মাত্রা বাড়া-কমার সঙ্গে সরাসরি যুক্ত ৷ ওজোন এমন একটি গ্যাস যা গাড়ি, কারখানা প্রভৃতি থেকে নির্গত বিভিন্ন দূষণকারী পদার্থ যখন সূর্যালোকের সঙ্গে বিক্রিয়া করে, তা থেকে উৎপন্ন হয় ৷ ওজোন গ্যাসের পরিমাণে বৃদ্ধি নানান শারীরিক অসুস্থতার কারণ হতে পারে ৷ যার মধ্যে রয়েছে হাঁপানি, ফুসফুসে ভাইরাসের আক্রমণ, শ্বাসকষ্ট এবং তা মৃত্য়ুরও কারণ হয়ে দাঁড়িয়েছে ৷
এইসব তো রয়েছেই গবেষণা বলছে, এর সঙ্গে ডিপ্রেশনের কারণ হিসাবেও ভূমিকা রয়েছে এই ওজন গ্যাসের মাত্রা বৃদ্ধির (Can Teenagers have Depression) ৷ বিশেষত কিশোর-কিশোরীদের ক্ষেত্রে এর প্রভাব মারাত্মক হতে পারে ৷ ডেনভার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক তথা প্রধান গবেষক এরিকা মানজ্যাক বলেন, "আমি মনে করি আমাদের ফলাফলগুলি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাবকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা বলে ৷"
গবেষকরা আগের একটি গবেষণা থেকেও তথ্য বিশ্লেষণ করেছেন, যেখানে 9-13 বছর বয়সি 213 জন কিশোর-কিশোরী অন্তর্ভুক্ত ছিল ৷ যারা একেবারে প্রাথমিক জীবনে মানসিক চাপের শিকার হয় ৷ গবেষকরা ক্যালিফোর্নিয়া এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি থেকে তাদের বাড়ির ঠিকানা নিয়ে সেই এলাকার বায়ুর মান পরীক্ষা করে দেখেছেন ৷ প্রায় চার বছর ধরে তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় ৷