হায়দরাবাদ:হিন্দু ধর্মে প্রদীপ প্রজ্জ্বলন অত্যন্ত শুভ একটি বিষয় বলে মনে করা হয়। মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালানোর পাশাপাশি সংসারের মঙ্গল চেয়ে সকাল-সন্ধ্যায় বাড়িতেও প্রদীপ জ্বালানো হয়। তবে বাড়ির সবদিকে নয়, বাস্তুতে প্রদীপ জ্বালানোর সঠিক দিকের উল্লেখ রয়েছে। প্রদীপ জ্বালানোর সময় যদি সঠিক দিকের কথা খেয়াল রাখা হয়, তাহলে আরও ভালো সুফল পাওয়া যায়।
প্রদীপ জ্বালানোর গুরুত্ব: প্রদীপে শুধু অন্ধকারই দূর হয় না ঘরের নেতিবাচক শক্তিও দূর হয় । শাস্ত্র মতে প্রদীপ প্রজ্জ্বলনে উদ্ভূত শক্তি সংসারে ভালো সময় বয়ে আনে। সকল প্রকার বাস্তু ত্রুটি দূর হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে ।
কোন দিকে প্রদীপ জ্বালাতে হবে: প্রদীপের শিখা পূর্ব দিকে থাকা শুভ। এই দিকে অর্থাৎ, পূর্বমুখী প্রদীপ জ্বালালে পরিবারের সদস্যরা দীর্ঘায়ু লাভ করে। উত্তর দিকেও প্রদীপের শিখা থাকা শুভ বলে মনে করা হয় । বাস্তুশাস্ত্র অনুসারে, এই দিকে প্রদীপ জ্বালালে সংসারের আর্থিক সমৃদ্ধি লাভ হয়। বাস্তু মতে, পশ্চিমমুখী প্রদীপের শিখা জ্বালানো হলে রাখলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । এমনটা বিশ্বাস করা হয় যে, আপনার যদি কোনও ধরনের দুঃখ থাকে তবে পশ্চিমমুখী করে প্রদীপ জ্বালানোর কথা বলা রয়েছে শাস্ত্রে।