হায়দরাবাদ: ঘর সাজানোর জন্য অনেকেই ঘরে বিভিন্ন জিনিস রাখতে পছন্দ করেন । কিন্তু বাস্তুশাস্ত্রে এমন কিছু কথা বলা হয়েছে, এগুলো ঘরে রাখলে অনেক উপকার পাওয়া যায় । এরকম একটি জিনিস হল কচ্ছপের মূর্তি। হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে । বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কচ্ছপের মূর্তি রাখলে অনেক উপকার পাওয়া যায় । সেই সঙ্গে এটা রাখার সঠিক দিক নির্দেশনাও বলা হয়েছে ।
কচ্ছপ রাখার উপকারিতা:বাস্তুশাস্ত্রে কচ্ছপকে খুবই শুভ বলে মনে করা হয় । ধর্মীয় বিশ্বাস অনুসারে, কচ্ছপ ভগবান বিষ্ণুর খুব প্রিয় । তাই বিশ্বাস করা হয় যে ঘরে কচ্ছপের মূর্তি রাখলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়।
টাকার রসিদ:বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে কচ্ছপের মূর্তি রাখলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় এবং বাড়িতে সমৃদ্ধি আসে । কচ্ছপ পালনের সঙ্গে সঙ্গে নেতিবাচক শক্তি দূর হয় এবং সর্বদা ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।
নতুন কাজের শুরুতে কচ্ছপ রাখুন:আপনি যদি কোনও নতুন ব্যবসা শুরু করেন তবে দোকান বা অফিসে অবশ্যই কচ্ছপের মূর্তি রাখতে হবে । এটা করলে ব্যবসায় উন্নতির পথ খুলে যায় । বিশ্বাস অনুসারে, ঘরে কচ্ছপের মূর্তি রাখলে সদস্যদের স্বাস্থ্যও ভালো থাকে ।