পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Chewing sugar-free gum reduces preterm births: সুগার-ফ্রি চিউইং গামে কমে প্রিম্যাচিওর শিশু জন্মের সম্ভাবনা: রিপোর্ট

সুগার-ফ্রি চিউইং গাম চিবোলে প্রিম্যাচিওর শিশু জন্মের সম্ভাবনা কমে (Chewing sugar-free gum reduces preterm births)৷ নয়া এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে (how to avoid preterm births) ৷

chewing-sugar-free-gum-reduces-preterm-births-new research
সুগার-ফ্রি চিউইং গাম চিবোলে কমে প্রিম্যাচিওর শিশু জন্মের সম্ভাবনা: রিপোর্ট

By

Published : Feb 8, 2022, 9:07 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: প্রতি বছর নির্ধারিত সময় অর্থাৎ প্রসূতির গর্ভাবস্থার 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম হয় দেড় কোটি শিশুর ৷ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, এই সংখ্যাটা ক্রমে বাড়ছে ৷ প্রিম্যাচিওর শিশুর নানা শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা থেকে যায় ৷ বিভিন্ন গবেষণায় আগেও দেখা গিয়েছে, মুখের স্বাস্থ্যের সঙ্গে যোগ রয়েছে প্রিটার্ম বার্থের ৷ সেই কারণে অন্তঃসত্ত্বা থাকাকালীন খুব ভালো ভাবে দাঁত পরিষ্কার রাখার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা ৷ দাঁত ও মাড়ির মাঝের অংশও সাফ রাখার কথা বলা হয় ৷ এ বার নয়া গবেষণায় উঠে এল প্রিটার্ম বার্থের সংখ্যা কমানোর এক সহজ ও সস্তার দাওয়াই (Chewing sugar-free gum reduces preterm births)৷

এই ধরনের যত গবেষণা হয়েছে, তার মধ্যে এটিই দীর্ঘ সময় ধরে করা ৷ 10 বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ-মধ্য আফ্রিকার দেশ মালাউইর 10,069 জন মহিলার উপর গবেষণা চালানো হয়েছে ৷ বিশ্বের মধ্যে সর্বাধিক প্রিম্যাচিওর শিশুর (how to avoid preterm births) জন্ম হয় এই দেশেই ৷ সেখানকার অধিকাংশ অধিবাসীই গ্রামাঞ্চলে বাস করেন ৷ সেই কারণে সেখানে গবেষণা চালানোও বেশ কষ্টসাধ্য ছিল ৷ গবেষণায় অংশগ্রহণকারীরা স্বেচ্ছায় অংশ নেন ৷ অন্তঃসত্ত্বা হওয়ার সময় থেকে 20 সপ্তাহ পর্যন্ত তাঁদের উপর নজরদারি চলে ৷ যে আটটি স্বাস্থ্যকেন্দ্র তাঁদের ওরাল হেল্থ কেয়ার নিয়ে পরামর্শ দিত, তাদের মধ্যে অর্ধেক স্বাস্থ্যকেন্দ্র গবেষণায় অংশগ্রহণকারীদের সুগার-ফ্রি চিউইং গাম চিবোতে (New research finds chewing sugar free gum reduced preterm births) দিত ৷

আরও পড়ুন:Effects of Exercise on Sexual Health: যৌনতার সমস্য়া থেকে মুক্তি দিতে পারে ব্যায়াম, বলছে গবেষণা

অর্থাৎ চারটি স্বাস্থ্যকেন্দ্রে গবেষণায় অংশগ্রহণকারী 5,520 জনকে বেসিক বিষয়গুলি সম্পর্কে জানানো হয়েছে, ওরাল হেলথের বিষয়ে শিক্ষিত (pregnancy health tips) করে তোলা হয়েছে, প্রিম্যাচিওর শিশু যাতে না-হয় সে জন্য যা যা কর্তব্য তা বোঝানো হয়েছে ৷ আর বাকি চারটি স্বাস্থ্যকেন্দ্রের 4,549 জন অংশগ্রহণকারীকে (female health tips) এই সব পরামর্শের পাশাপাশি জাইলোটল চিউইং গাম 10 মিনিট করে দিনে দুবার চিবোতে দেওয়া হয়েছিল ৷ 9,670 জন অংশগ্রহণকারীর উপর এ ভাবে 6 সপ্তাহ নজরদারি চালানোর পর দেখা যায়, যাঁদের চিউইং গাম দেওয়া হয়েছিল, তাঁদের ক্ষেত্রে প্রিম্যাচিওর শিশুর জন্মের সংখ্যা বাকিদের থেকে অনেকটা কম ৷ শুধু তাই নয়, কম ওজনের সদ্যোজাতের সংখ্যাও সে ক্ষেত্রে কম ছিল ৷

গবেষকদের নেতৃত্বে থাকা অধ্যাপক কেজেস্ত্রি আগার্ড বলেছেন, "জাইলোটল চিউইং গাম প্রেগন্যান্সি শুরু হওয়ার পরের 20 সপ্তাহ নিলে প্রিম্যাচিওর শিশুর জন্মানোর সম্ভাবনা অনেকটাই কমে যায় ৷"

আরও পড়ুন:Research on COVID Patients losing Smell: করোনার আক্রমণে কেন হারায় ঘ্রাণ ক্ষমতা, জানালেন গবেষকরা

ABOUT THE AUTHOR

...view details