কলকাতা, 8 ফেব্রুয়ারি: প্রতি বছর নির্ধারিত সময় অর্থাৎ প্রসূতির গর্ভাবস্থার 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম হয় দেড় কোটি শিশুর ৷ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, এই সংখ্যাটা ক্রমে বাড়ছে ৷ প্রিম্যাচিওর শিশুর নানা শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা থেকে যায় ৷ বিভিন্ন গবেষণায় আগেও দেখা গিয়েছে, মুখের স্বাস্থ্যের সঙ্গে যোগ রয়েছে প্রিটার্ম বার্থের ৷ সেই কারণে অন্তঃসত্ত্বা থাকাকালীন খুব ভালো ভাবে দাঁত পরিষ্কার রাখার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা ৷ দাঁত ও মাড়ির মাঝের অংশও সাফ রাখার কথা বলা হয় ৷ এ বার নয়া গবেষণায় উঠে এল প্রিটার্ম বার্থের সংখ্যা কমানোর এক সহজ ও সস্তার দাওয়াই (Chewing sugar-free gum reduces preterm births)৷
এই ধরনের যত গবেষণা হয়েছে, তার মধ্যে এটিই দীর্ঘ সময় ধরে করা ৷ 10 বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ-মধ্য আফ্রিকার দেশ মালাউইর 10,069 জন মহিলার উপর গবেষণা চালানো হয়েছে ৷ বিশ্বের মধ্যে সর্বাধিক প্রিম্যাচিওর শিশুর (how to avoid preterm births) জন্ম হয় এই দেশেই ৷ সেখানকার অধিকাংশ অধিবাসীই গ্রামাঞ্চলে বাস করেন ৷ সেই কারণে সেখানে গবেষণা চালানোও বেশ কষ্টসাধ্য ছিল ৷ গবেষণায় অংশগ্রহণকারীরা স্বেচ্ছায় অংশ নেন ৷ অন্তঃসত্ত্বা হওয়ার সময় থেকে 20 সপ্তাহ পর্যন্ত তাঁদের উপর নজরদারি চলে ৷ যে আটটি স্বাস্থ্যকেন্দ্র তাঁদের ওরাল হেল্থ কেয়ার নিয়ে পরামর্শ দিত, তাদের মধ্যে অর্ধেক স্বাস্থ্যকেন্দ্র গবেষণায় অংশগ্রহণকারীদের সুগার-ফ্রি চিউইং গাম চিবোতে (New research finds chewing sugar free gum reduced preterm births) দিত ৷
আরও পড়ুন:Effects of Exercise on Sexual Health: যৌনতার সমস্য়া থেকে মুক্তি দিতে পারে ব্যায়াম, বলছে গবেষণা