হায়দরাবাদ: এক সপ্তাহ সোশ্য়াল মিডিয়া থেকে বিরতি নিলে মানসিক স্বাস্থ্যের ওপর ভাল না খারাপ ঠিক কী প্রভাব পড়বে, তা নিয়ে একটি গবেষণা চালিয়েছিলেন বাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা (How Social Media Effects Mental Health) ৷ এই গবেষণায় যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে সোশ্য়াল মিডিয়া থেকে বিরতি মানে প্রায় 9 ঘণ্টা ফাঁকা সময় কারণ এই গোটা সময়টাই তাঁরা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম কিংবা টিকটক-এ স্ক্রোল করে কাটান ৷
এলোমেলোভাবে এই গবেষণার জন্য় 18-72 বছর বয়সি প্রায় 154 জন অংশগ্রহণকারীকে বেছে নিয়েছিলেন গবেষকরা ৷ তাঁদের মধ্যে কিছু ব্যক্তিকে বলা হয়েছিল এক সপ্তাহ সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে এবং অন্য গ্রুপটিকে বলা হয়েছিল তাঁরা সোশ্য়াল মিডিয়া ব্যবহার চালিয়ে যেতে পারেন ৷ গবেষণার শুরুতে, প্রত্য়েক ব্যক্তির উদ্বেগ, বিষন্নতা এবং সামগ্রিক সুস্থতার জন্য বেসলাইন স্কোর মেপে রেখেছিলেন গবেষকরা । গবেষণার শুরুতে অংশগ্রহণকারীরা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় প্রতি সপ্তাহে গড়ে 8 ঘন্টা ব্যয় করেন তাঁরা ৷
দেখা গিয়েছে যে সমস্ত অংশগ্রহণকারীদের এক সপ্তাহ সোশ্য়াল মিডিয়া থেকে বিরতি নিতে বলা হয়েছিল উদ্বেগ, বিষন্নতা এবং সামগ্রিক সুস্থতার ক্ষেত্রে তাঁদের অনেকটাই উন্নতি হয়েছে ৷ দলটিকে মোট দুই ভাগে ভাগ করা হয়েছিল যাঁদের সোশ্যাল মিডিয়া বন্ধ রাখতে বলা হয়েছিল তাঁদের রাখা হয়েছিল ইন্টারভেনশন গ্রুপে এবং যাঁদের বাধা দেওয়া হয়নি তাঁদের রাখা হয়েছিল কন্ট্রোল গ্রুপে ৷ দেখা গিয়েছে যাঁরা ইন্টারভেনশন গ্রুপে ছিলেন তাঁরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন সপ্তাহে মাত্র 21 মিনিট আর যাঁরা কন্ট্রোল গ্রুপে ছিলেন তাঁরা ব্যবহার করেছিলেন সাত ঘণ্টা ৷