হায়দরাবাদ:এবার ক্যানসারের পূর্বাভাস দেবে এআই । সম্প্রতি দেখা গিয়েছে, খাদ্যনালীতে ক্যানসারের প্রবণতা বাড়ছে । তবে মিশিগান মেডিসিনের গবেষকরা দেখেছেন যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ডিভাইসের সাহায্যে যারা ক্যানসারের ঝুঁকিতে রয়েছে তাদের শনাক্ত করা সম্ভব ৷ তার জন্য 'কেটেল এসোফেগাল অ্যান্ড কার্ডিয়া অ্যাডেনোকার্সিনোমা প্রেডিকশন' (K-ECAN) নামে একটি টুল তৈরি করা হয় । খাদ্যানালী-সহ বিভিন্ন গ্রন্থিজনিত ক্যানসারের পূর্বাভাস তিন বছর আগে থেকে দেওয়ার ক্ষমতা রাখে এই টুল । এটি পরীক্ষা করে ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ডের সঙ্গে জোট বেধেছিল । এমনই তথ্য উঠে আসছে গবেষণায় ।
খাদ্যনালী অ্যাডেনোকার্সিনোমা (ইএসি) আক্রান্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে । তবে প্রতিরোধমূলক পদ্ধতি দিয়ে এগুলি কমানো সম্ভব নয় । গবেষণায় জানা গিয়েছে, এর জন্য প্রাথমিক পরীক্ষা খুবই উপকারী বলে মনে করা হয় ৷
খাদ্যনালী ক্যানসার হল গলা এবং পাকস্থলীর মধ্যে হয় ৷ লক্ষণগুলির মধ্যে প্রায়ই গিলতে অসুবিধা এবং ওজন হ্রাস হতে থাকে । অ্যাডেনোকার্সিনোমা খাদ্যনালীর নীচের তৃতীয়াংশে উপস্থিত গ্রন্থি কোষ থেকে উদ্ভূত হয় ৷ অ্যাডেনোকার্সিনোমার সবচেয়ে সাধারণ কারণ হল ধূমপান তামাক, স্থূলতা এবং অ্যাসিড রিফ্লাক্স ।