হায়দরাবাদ : এই মুহূর্তে যে অসুখটি সারা বিশ্ব জুড়ে চর্চার কেন্দ্রে রয়েছে সেটি হল মাঙ্কিপক্স ৷ ক্রমশ এই রোগ নিয়ে একদিকে যেমন সামনে আসছে নানা তথ্য তেমনই দ্রুত বাড়ছে এর প্রকোপ ৷ মাঙ্কিপক্স প্রথমবার বিভিন্ন দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেসব দেশে এটি সাধারণত পাওয়া যায় না । বর্তমানে প্রায় 300 জনের শরীরে ছড়িয়ে পরেছে এই রোগ এবং এক ডজনেরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই মারাত্মক ভাইরাস । এবার ফের সামনে এল একটি চাঞ্চল্যকর তথ্য় ৷
সম্প্রতি 2018 থেকে 2021 সাল পর্যন্ত যুক্তরাজ্যে মোট সাতজন মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির কেস স্টাডির ওপর ভিত্তি করে একটি গবেষণা চালিয়েছিলেন লিভারপুল ইউনিভার্সিটি হাসপাতালের গবেষকরা (Lancet Study on Monkeypox)৷ ডেলি মেইলের রিপোর্ট অনুযায়ী, এই সাতটি ঘটনার মধ্যেই একটি ঘটনা ছিল বেশ গুরুত্বপূর্ণ ৷ যেখানে একজন 40 বছর বয়সি মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির কথা তুলে ধরা হয়েছে ৷ জানা গিয়েছে, ইনি নাইজেরিয়া থেকে এই রোগের শিকার হন এবং 76 দিন তিনি আক্রান্ত ছিলেন ৷
ভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েক সপ্তাহ পরেই তাঁকে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়েছিল । চিকিৎসকদের দাবি, ছয় সপ্তাহ পরে যখন তিনি অসুস্থতার পরে প্রথমবার যৌনমিলন করেছিলেন ৷ তখন তার শরীরে ফের ভাইরাস ফিরে এসেছিল । তিনি চিকিৎসকদের জানিয়েছিলেন, কীভাবে তাঁর লিম্ফ নোডগুলি ফুলে গিয়েছে । এই ফোলা পাস্টুলার ত্বকের ক্ষতগুলি মাঙ্কিপক্সেরই বৈশিষ্ট্য ।