হায়দরাবাদ : 2020 সালে মহামারীর প্রথম পর্বে চিনে কোভিড আক্রান্ত 1,192 জন অংশগ্রহণকারীর ওপর একটি সমীক্ষা চালিয়েছিল দ্য ল্যানসেটের ৷ দেখা গিয়েছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সময়ের সঙ্গে সঙ্গে সাধারণত উন্নত হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের তুলনায় করোনা আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য অনেকটাই খারাপ থেকে গিয়েছে ।
এটি বিশেষত লং কোভিড-এর সমস্যায় ভুগেছেন এমন অংশগ্রহণকারীদের ক্ষেত্রে আরও প্রবল ৷ যাঁদের অসুস্থ হওয়ার দুই বছর পরেও ক্লান্তি, শ্বাসকষ্ট এবং ঘুমের অসুবিধা-সহ অন্তত একটি দু‘টি উপসর্গ থেকেই যায় । গবেষণার প্রধান লেখক অধ্যাপক বিন কাও বলেছেন, "আমাদের অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে হাসপাতালে ভর্তি হয়ে যাঁরা কোভিডের আক্রমণ থেকে বেঁচে গিয়েছেন তাঁদের মধ্যেও একটি নির্দিষ্ট সংখ্যক(প্রায় 50%) মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে প্রাথমিক সংক্রমণ থেকে তাঁরা সেরে উঠেছেন ঠিকই কিন্তু এটি থেকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের জন্য দুই বছরেরও বেশি সময় প্রয়োজন(COVID patients continue to suffer for 2 years)।"