প্যানডেমিক ও লকডাউনের পর পৃথিবী এক স্থিতিশীল ভোগবাদ ও ধীর গতির জীবনের সামনে দাঁড়িয়েছে । আমরা আরও ভালোভাবে বুঝতে পারছি যে, আমাদের ব্যবহারযোগ্য সম্পদগুলোর গুরুত্ব কতখানি । এবং ন্যূনতম জীবনযাত্রাও সম্ভব । তাই মানুষ এমন স্টাইলের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘস্থায়ী এবং নতুন ট্রেন্ডের সঙ্গে হারিয়ে যাবে না । ঠিক আমাদের মা-ঠাকুমাদের জমকালো এবং চিরনতুন গয়নার মতো, যা তাঁরা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মকে দিয়েছেন, এবং যা কোনওদিনই স্টাইলের বাইরে যায়নি ।
উৎসবের মরশুমে পাঁচটি গয়নার তালিকা দেওয়া হল, যা সবসময়ই প্রাসঙ্গিক থাকবে, সে ট্রেন্ড যাই হোক না কেন ।
1. মুক্তোর নেকলেস
যখন ক্লাসিক গয়নার কথা বলা হয়, সবসময়ই যে গয়নার প্রসঙ্গ আসে, তা হল মুক্তোর নেকলেস । যেখানে সাদা মুক্তো সবথেকে বেশি দেখা যায়, কালো বা সবুজের মতো অন্যান্য রংয়ের মুক্তোও অত্যন্ত সুন্দর ও জমকালো । যে কোনও অনুষ্ঠানে বেশির ভাগ ভারতীয় বা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে তা পরা যায় । সত্যি বলতে কী, যে কোনও বয়সের নারীই এক বা বহুস্তরীয় চোখধাঁধানো মুক্তোর নেকলেসকে না বলতে পারবেন না ।
2. স্টাড ইয়ারিং
কন্যা হোন বা মা, মেয়েরা সেই গয়না ভালবাসেন, যা তাঁদের লুকে আরও চমক আনে । একজোড়া হিরে বা কৃত্রিম হিরের দুল হচ্ছে সৌন্দর্যের শেষ কথা । এগুলো যে কোনও পোশাকের সঙ্গে পরা যায় এবং আপনি একটা ক্লাসি লুক পেয়ে যান । মহিলাদের গয়নার বাক্সে একজোড়া ঝলমলে স্টাড ইয়ারিং থাকা উচিত ।