হায়দরাবাদ, 13 ডিসেম্বর :বেশিরভাগ চর্মরোগ বিশেষজ্ঞরাই বলেন, প্রসাধনীতে যাতে বেশি প্রাকৃতিক উপাদান এবং কম রাসায়নিক থাকে । রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার আমাদের ত্বকের ক্ষতি করে । অন্যদিকে উদ্ভিদের তেল, অর্থাৎ গাছপালা, ফল ও বীজ থেকে পাওয়া তেল ত্বকের পাশাপাশি চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য বজায় রাখতেও খুবই উপকারী (Plant Oils For Healthier Hair And Skin) ।
এই ধরনের তেল প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর এবং বেশিরভাগ তেলের ত্বকের ওপর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই । চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ আশা সাকলানি বলেন, ‘‘আমরা আমাদের ত্বকের জন্য যে পণ্যগুলি ব্যবহার করি সেগুলি দূষণের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয় ৷ পণ্যগুলি আমাদের সংস্পর্শে আসা প্রায় 60-70 শতাংশ উপাদান শোষণ করে নেয় । ফলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয় ৷ চুলের ক্ষেত্রেও একই সমস্যায় পড়েন অনেকে ৷’’
চুল এবং ত্বকের জন্য কার্যকরী কিছু তেল :
- আরগান তেল (Argan Oil) :‘লিকুইড গোল্ড’ নামে পরিচিত এই তেল চুল ও ত্বকের জন্য বেশ উপকারি । এই তেল আর্গান গাছের কার্নেল থেকে বের করা হয় । চুল এবং ত্বক ভাল রাখার পাশাপাশি, এই তেল ত্বকের সমস্যাগুলিও কমাতে সাহায্য করে । এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন-এ এবং ভিটামিন-ই পাওয়া যায় । এর পাশাপাশি এতে রয়েছে লিনোলিক অ্যাসিড, ওমেগা-6, অ্যান্টি-অক্সিডেন্ট এবং খনিজ উপাদান ৷ এছাড়া এতে রয়েছে টোকোফেরল নামের এক ধরনের ভিটামিন-ই, যা নখ সুস্থ রাখতে সাহায্য করে ।
- জোজোবা তেল (Jojoba Oil) :ম্যাসাজ করা, মেকআপ রিমুভার, কন্ডিশনার, স্কিন ক্লিনজার এবং ফেস মাস্কে এই তেলটি ব্যবহার হয় । ভিটামিন-ই, ভিটামিন-বি'তে ভরপুর এই তেল ব্যবহারের আগে নিশ্চিত হন যে আপনার এতে অ্যালার্জি নেই ।
- অ্যাভোকাডো তেল (Avocado Oil) :অ্যাভোকাডো ফল শুধু স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, এর তেল চুল ও ত্বকের জন্যও ভাল । অ্যাভোকাডো তেল পটাসিয়াম, ভিটামিন-ডি এবং ম্যাগনেসিয়াম এবং লিনোলিক অ্যাসিড সমৃদ্ধ । এই তেল ত্বককে দীর্ঘ সময়ের জন্য হাইড্রেটেড রাখে ৷