পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Long COVID Symptoms: প্রত্যেক আট জন কোভিড আক্রান্তের মধ্যে একজন হতে পারেন লং কোভিডের শিকার: ল্যানসেট - Long COVID Symptoms

প্রত্যেক 8 জন কোভিড আক্রান্ত ব্যক্তির মধ্যে অন্তত একজন লং কোভিডের শিকার হতে পারেন ৷ এমনটাই বলছে ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি ডাচ গবেষণা (Lancet study on long COVID symptoms )৷

Long COVID Symptoms
প্রত্যেক আট জন কোভিড আক্রান্তের মধ্যে একজন হতে পারেন লং কোভিডের শিকার:ল্যানসেট

By

Published : Aug 5, 2022, 10:02 PM IST

করোনার হাত থেকে মুক্তির পরেও লং কোভিড একটি বড় সমস্য়ার কারণ ৷ কারণ এর জেরে দীর্ঘদিন(পরবর্তী প্রায় এক বছর) সমস্য়া ভোগ করতে হয় মানুষজনকে ৷ ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি ডাচ গবেষণা বলছে, প্রত্যেক 8 জন কোভিড আক্রান্ত ব্যক্তির মধ্যে অন্তত একজন লং কোভিডের শিকার হতে পারেন (Lancet study on long COVID symptoms )৷

SARS-CoV-2 সংক্রমণ থেকে মুক্তির পরও যদি উপসর্গগুলি দীর্ঘমেয়াদী হয় তাকেই আমরা লং কোভিড বলি ৷ এটি এধরণের গবেষণার মধ্য়ে প্রথম সারিতে রয়েছে ল্যানসেটে প্রকাশিত এই গবেষণাটি যা দীর্ঘ কোভিড সংক্রান্ত সমস্য়া নিয়ে আলোচনা করে ৷ কারণ এই গবেষণায় শুধু যে তথাকথিত কোভিড-মুক্ত মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছিল তা নয়, যাঁদের কোনও উপসর্গ ছিল না তাঁদেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল ৷

নেদারল্যান্ডসের গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুডিথ রোসমেলেন বলেন, "করোনার সংক্রমণের পরে কিছু রোগীর মধ্যে দীর্ঘমেয়াদী লক্ষণ স্কেল এবং সুযোগ কতখানি সে সম্পর্কে অবহিত হওয়ার জন্য কিছু জরুরি তথ্যের প্রয়োজন ছিল ।" এর আগে দীর্ঘ কোভিড নিয়ে যত আলোচনা হয়েছে সেখানে কখনও এই সম্ভবনা নিয়ে আলোচনা হয়নি যে যাঁদের উপসর্গ নেই বা যাঁরা কোভিড আক্রান্ত নন, তাঁদেরও লং কোভিড হতে পারে কি না ?

এই গবেষণায় অংশগ্রহণকারীদের শ্বাসকষ্ট, ক্লান্তি এবং স্বাদ এবং ঘ্রান ক্ষমতা হ্রাস-সহ করোনার মোট 23টি লক্ষণ কতদিন রয়েছে তা নিয়ে বেশকিছু প্রশ্নাবলীর(ডিজিটাল) উত্তর দিতে বলা হয়েছিল ৷ মার্চ 2020 এবং আগস্ট 2021 এর মধ্যে একই ব্যক্তিদের কাছে 24 বার পাঠানো হয়েছিল এই প্রশ্নাবলী ৷ এই সমীক্ষায় যাঁরা অংশ নেন তাঁদের মধ্য়ে যেমন SARS-CoV-2 সংক্রমিতরা ছিলেন তেমনই আলফা-ভেরিয়্যান্ট এবং অন্যান্য ভ্যারিয়্যান্টে আক্রান্তরাও ছিলেন ৷ সেসময় নেদারল্যান্ডসে টিকা নেওয়া ব্যক্তির সংখ্যাও খুব বেশি ছিল না ৷

76,422 জন অংশগ্রহণকারীর মধ্যে 4,231 জন অংশগ্রহণকারীকে বেছে নেওয়া হয় যাঁদের কোভিড-19 ছিল ৷ তাঁদের লিঙ্গ, বয়স এবং প্রশ্নাবলী পূরণের সময় বিবেচনা করে তাঁদের 8,462 জন সাধারণ(কন্ট্রোল গ্রুপ) ব্যক্তির সঙ্গে তুলনা করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ গবেষকরা দেখেছেন যে COVID-19 হওয়ার তিন থেকে পাঁচ মাস পরে বেশ কয়েকটি লক্ষণ নতুন বা আরও গুরুতর হয়ে উঠেছে ৷ মূলত এই লক্ষণগুলিকেই লং কোভিডের লক্ষণ বলা যায় ৷

মূল লক্ষণগুলি হল বুকে ব্যথা, শ্বাস নিতে অসুবিধা, শ্বাস নেওয়ার সময় ব্যথা, পেশীতে যন্ত্রণা, স্বাদ বা গন্ধ হারানো, হাত পা কাঁপতে থাকা, এই ঠাণ্ডা তো এই গরম বোধ করা, হাত পা ভারী হয়ে যাওয়া প্রভৃতি ৷ গবেষকদের মতে, সংক্রমণের তিন মাস পরে এই লক্ষণগুলির তীব্রতা আর হ্রাস পায় না ৷ আর সেটাই হল লং কোভিডের লক্ষণ ৷ আর তিন থেকে পাঁচ মাস পর মাথাব্যথা, চোখ চুলকানো, মাথা ঘোরা, পিঠে ব্যথা এবং বমি বমি ভাব এই ধরণের উপসর্গগুলি আর বাড়ে না ।

আরও পড়ুন:বয়সকালে জীবন উপভোগ করতে চাইলে নজর দিন পেশীর ওপর

গবেষকরা দেখেছেন যে কন্ট্রোল গ্রুপের (8.7 শতাংশ) তুলনায় কোভিড-19-পজিটিভ(21.4 শতাংশ) অংশগ্রহণকারীদের ক্ষেত্রে রোগের ঝুঁকি অনেক বেশি ৷ তাঁদের মধ্যে প্রায় 22 শতাংশের কাছাকাছি ব্যক্তির ক্ষেত্রে তিন মাসের মধ্যে কোনও না কোনও একটি উপসর্গ হঠাৎ বেড়ে গিয়েছে ৷ অন্যদিকে 12.7 শতাংশ ব্যক্তির ক্ষেত্রেই দেখা গিয়েছে পরবর্তী তিন মাসের পোস্ট কোভিড উপসর্গগুলি বৃদ্ধির জন্য় দায়ী এই সার্স কোভ-2 সংক্রমণ ৷ অর্থাৎ 8 জন কোভিড আক্রান্তের মধ্যে একজনকে ভুগতে হতেই পারে লং কোভিডের সমস্য়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details