পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের "প্রগতি" প্রশিক্ষণ পেয়ে চাকরি 20 যুবক-যুবতির - Raiganj police

কমিউনিটি পুলিশিং প্রকল্পের আওতায় শুরু হয়েছে প্রগতি নামে একটি কার্যক্রম । যেখানে আদিবাসী ও পিছিয়ে পড়া বিভিন্ন জনজাতি থেকে শুরু করে দুস্থ পরিবারদের মেধাবী ছাত্র-ছাত্রীদের চাকরির পরীক্ষার জন্য নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় ।

Raiganj
Raiganj

By

Published : Oct 17, 2020, 2:41 PM IST

রায়গঞ্জ, 17 অক্টোবর : জেলার আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের 20 জন যুবক যুবতি রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরিতে সফল হলেন । উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলার প্রগতি কার্যক্রমে যুক্ত হয়েছিলেন তাঁরা । সেখানের প্রশিক্ষণে পরীক্ষায় সফল হয়েছেন তাঁরা । খুব দ্রুত তাঁদের পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠানো হবে । সেখান থেকে ট্রেনিং শেষ করার পর দ্রুত তাঁরা রাজ্য পুলিশের বিভিন্ন এলাকায় কর্মরত হবেন । শনিবার রায়গঞ্জ পুলিশ জেলার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বিষয়ে জানিয়েছেন জেলার শীর্ষ আধিকারিকরা ।

গত দু'বছর ধরে রায়গঞ্জ পুলিশ জেলার কমিউনিটি পুলিশিং প্রকল্পের আওতায় শুরু হয়েছে প্রগতি নামে একটি কার্যক্রম । যেখানে আদিবাসী ও পিছিয়ে পড়া বিভিন্ন জনজাতি থেকে শুরু করে দুস্থ পরিবারদের মেধাবী ছাত্র-ছাত্রীদের চাকরির পরীক্ষার জন্য নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় । পুলিশ সামরিক বাহিনীর যেকোনও ধরনের চাকরিতে বসার জন্য যোগ্যতা শারীরিক ক্ষমতা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা । গত বছর এই প্রশিক্ষণের মাধ্যমে জেলা পুলিশের প্রগতি কার্যক্রমের অন্তর্গত 25 জন ছাত্র-ছাত্রী বিভিন্ন চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন । তাঁদের মধ্যে 21 জন পুলিশে এবং বাকি চারজন নৌবাহিনী সহ অন্যান্য কাজে যুক্ত হয়েছেন ।

এ বছরও একই ভাবে প্রশিক্ষণ দেওয়ার পর নিয়মিত সরকারি নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়ে সেখানে উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা দেন মোট 22 জন পরীক্ষার্থী । রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা বসেই বাজিমাত করেন কুড়িজন পরীক্ষার্থী । খুব স্বাভাবিকভাবেই দু'বছর মিলিয়ে মোট 45 জনের বিভিন্ন বাহিনীতে নিয়োগ হওয়ায় উচ্ছ্বসিত রায়গঞ্জ পুলিশ জেলার আধিকারিকরা । তাঁদের বক্তব্য, আগামীতেও যেসকল দুস্থ, মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়াশুনার জন্য বা চাকরির পরীক্ষা দিয়েছেন তাঁদের সাহায্য করতে এগিয়ে যাওয়া হবে ।

এ বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "আমাদের প্রগতি প্রকল্পের মাধ্যমে যে সকল পরীক্ষার্থী সফলতা পাচ্ছেন তা আমাদের কাছে সত্যিই অনেক গর্বের । গত বছর 25 জনের পরে বছর 22 জন পরীক্ষায় বসে ছিলেন । তার মধ্যে কুড়ি জন উত্তীর্ণ হয়েছেন । যা আমাদের কাছে অত্যন্ত সুখকর একটি অনুভূতি । আমরা চাইব এই ভাবেই আগামীতেও আমাদের প্রকল্পের আওতায় থাকা পড়ুয়ারা তাঁদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাক ।"

ABOUT THE AUTHOR

...view details