পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোবাইল ছিনতাইকারীদের তাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ যুবক - মোবাইল ছিনতাইকারী

বরোগছ এলাকার বাসিন্দা পারভেজ আলম বাইকে করে ছিনতাইকারীদের ধাওয়া করে । সেই সময় পারভেজ এবং তাঁর দুই বন্ধুকে লক্ষ্য করে গুলি ছোড়ে ছিনতাইকারীরা । তাদের গুলিতে আহত হয় পারভেজ ।

আহত যুবক

By

Published : Sep 6, 2019, 11:56 AM IST

রায়গঞ্জ, ৬ সেপ্টেম্বর : ছিনতাইকারীদের গুলিতে আহত হলেন এক যুবক । তাঁর নাম পারভেজ আলম । উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার চাঁদভিটা এলাকার ঘটনা । গুলিবিদ্ধ ওই যুবককে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে । ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ ।


গুলিবিদ্ধ যুবক পারভেজ আলমের বাড়ি বরোগছ এলাকায় । জানা গেছে, গতকাল পারভেজ এবং তাঁর দুই বন্ধু মোটরবাইকে করে গোয়ালপোখর থানার বিপ্রীত এলাকায় সাইকেল খেলা দেখতে গেছিলেন । খেলা দেখে বাড়ি ফেরার পথে গোয়ালপোখর থানার চাঁদভিটা এলাকার কাছে পারভেজের মোটর বাইকটিকে আটকায় দুই ছিনতাইকারী । ছিনতাই করে পালিয়ে যায় পারভেজের মোবাইলটি । পারভেজ ও তাঁর দুই বন্ধু পিছনে তাড়া করলে ছিনতাইকারীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায় । ছিনতাইকারীদের ছোড়া গুলি পারভেজের পেটে লাগে । গুরুতর জখম অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গুলিবিদ্ধ পারভেজ আলমের অবস্থার অবনতি হতে থাকায় চিকিৎসকরা তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানোর নির্দেশ দেন ।

ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details