পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিয়ে গুলিবিদ্ধ যুবক

মোবাইল ছিনতাইয়ের চেষ্টা তিন দুষ্কৃতীর । ব্যর্থ হওয়ায় যুবককে গুলি করে পালাল দুষ্কৃতীরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

গুলিবিদ্ধ যুবক

By

Published : May 6, 2019, 9:02 AM IST

রায়গঞ্জ, 6 মে : মোবাইল ফোন ছিনতাই করতে এসে যুবককে গুলি করে পালাল তিন দুষ্কৃতী । গুলিবিদ্ধ যুবকের নাম আবদুল রাজ্জাক । ঘটনাটি করণদিঘি থানার সুলতানপুর গ্রামের । ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সুলতানপুর গ্রামের বাসিন্দা আবদুল রাজ্জাক গতরাতে বাড়ির পাশের মসজিদে বসে মোবাইলে কাজ করছিলেন । অভিযোগ, সেইসময় একটি বাইকে করে তিনজন মুখে সাদা কাপড় বেঁধে আসে । আবদুলের মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করে । ফোনটি ছিনতাই করতে না পারায় ওই তিন দুষ্কৃতী আবদুলকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি গিয়ে লাগে আবদুলের ডান পায়ে । গুলির আওয়াজে স্থানীয়রা ঘটনাস্থানে এলে ওই তিন দুষ্কৃতী আরও দুই রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় । খবর দেওয়া হয় আবদুলের পরিবারকে । রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details