রায়গঞ্জ, 23 অগাস্ট : ভিনরাজ্যে কাজে গিয়ে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হল রায়গঞ্জের এক যুবককে ৷ আজ স্থানীয় BJP নেতাদের সাহায্যে বাড়ি ফিরল সে ৷
অমর রায় ৷ বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার উদয়পুর গ্রামে ৷ দু'মাস আগে স্থানীয় এক লেবার এজেন্টের মাধ্যমে দিল্লিতে যায়৷ সেখানে সুরজ কুমার নামে এক ঠিকাদারের অধীনে কাজে যোগ দেয় সে৷ সপ্তাহে হাজার টাকা হাজিরা হিসেবে কাজ শুরু করে৷ কিন্তু, কয়েকদিন বৃষ্টির কারণে কাজে না গিয়েও টাকা নেয় ৷ পরে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ৷ হাসপাতালে তার চিকিৎসা শুরু হয় ৷ কাজের তুলনায় বেশি টাকা নেওয়া এবং চিকিৎসার খরচ, সব মিলিয়ে 11 হাজার টাকার মত অমরের কাছ থেকে পেত সুরজ ৷ কিন্তু অমরের কাছে টাকা ছিল না ৷