পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আটকে রাখা হয়েছিল দিল্লিতে, BJP নেতাদের সাহায্যে বাড়ি ফিরল রায়গঞ্জের যুবক - দিল্লিতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার রায়গঞ্জের যুবক

দিল্লিতে কাজে গিয়ে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হল রায়গঞ্জের এক যুবককে ৷ আজ স্থানীয় BJP নেতাদের সাহায্যে বাড়ি ফিরল সে ৷

অমর রায়

By

Published : Aug 23, 2019, 9:54 PM IST

Updated : Aug 25, 2019, 10:36 AM IST

রায়গঞ্জ, 23 অগাস্ট : ভিনরাজ্যে কাজে গিয়ে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হল রায়গঞ্জের এক যুবককে ৷ আজ স্থানীয় BJP নেতাদের সাহায্যে বাড়ি ফিরল সে ৷

অমর রায় ৷ বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার উদয়পুর গ্রামে ৷ দু'মাস আগে স্থানীয় এক লেবার এজেন্টের মাধ্যমে দিল্লিতে যায়৷ সেখানে সুরজ কুমার নামে এক ঠিকাদারের অধীনে কাজে যোগ দেয় সে৷ সপ্তাহে হাজার টাকা হাজিরা হিসেবে কাজ শুরু করে৷ কিন্তু, কয়েকদিন বৃষ্টির কারণে কাজে না গিয়েও টাকা নেয় ৷ পরে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ৷ হাসপাতালে তার চিকিৎসা শুরু হয় ৷ কাজের তুলনায় বেশি টাকা নেওয়া এবং চিকিৎসার খরচ, সব মিলিয়ে 11 হাজার টাকার মত অমরের কাছ থেকে পেত সুরজ ৷ কিন্তু অমরের কাছে টাকা ছিল না ৷

অভিযোগ, এরপর টাকা দিতে না পারায় অমরকে দিল্লিতেই আটকে রাখে সুরজ ৷ প্রায় 20 দিন সেখানে আটকে রাখা হয় ৷ উদয়পুরে বাড়িতে ফোন করে টাকাও চাওয়া হয় ৷ হুমকি দেওয়া হয়, টাকা না দিলে অমরকে ছাড়া হবে না ৷ অমরের উপর মানসিক ও শারীরিক নির্যাতনও করা হয় ৷

দেখুন ভিডিয়ো

অমরের পরিবার জেলা বিজেপি নেতৃত্বের কাছে সাহায্যের জন্য আবেদন করে । জেলা কিষান মোর্চার কার্যকরী সদস্য বাবাই নন্দী জেলা BJP নেতৃত্বের মাধ্যমে দিল্লিতে যোগাযোগ করেন ৷ দিল্লি থেকে সুরজের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ দাবিমতো সব টাকা মিটিয়ে অমরকে উদ্ধার করে রায়গঞ্জে পাঠিয়ে দেওয়া হয় ৷ আজ দুপুর 1 টা নাগাদ রায়গঞ্জে পৌঁছায় অমর ।

Last Updated : Aug 25, 2019, 10:36 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details