রায়গঞ্জ, 15 জুলাই: সোশাল মিডিয়ায় ভিডিয়ো কলিংয়ের ফাঁদে পড়েছিলেন এক যুবক ৷ তাতে আত্মহত্যার পথ বেছে নিতে হল তাঁকে ৷ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের ইকোর গ্রামে। মৃত ওই যুবকের নাম সুশান্ত চন্দ্র দাস (28)। সুশান্ত রায়গঞ্জের একটি শপিং মলে কাজ করতেন। শনিবার খবর পেয়ে সুশান্তের মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। এই ঘটনায় রায়গঞ্জ থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত পরিবারের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের ইকোর গ্রামের সুশান্ত চন্দ্র দাস প্রতিদিনের মতো শুক্রবার কাজ করে বাড়ি ফিরে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলেন। আজ সকালে সুশান্ত ঘুম থেকে না-ওঠায় তাঁকে ডাকাডাকি করতে থাকলে ঘর থেকে কোনও সাড়া না-পাওয়া যাচ্ছিল না ৷ পরে তাঁর ঘরের দরজা ভেঙে দেখা যায় সুশান্ত ঘরে ঝুলে রয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। সুশান্তের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।