রায়গঞ্জ , 7 এপ্রিল : দেশ জুড়ে চলছে লকডাউন । এর জেরে একাধিক হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে । তাই এবার রায়গঞ্জে রক্তদান শিবিরের আয়োজন করল যুব কংগ্রেস ।
রায়গঞ্জ হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন যুব কংগ্রেসের
আজ উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।
আজ উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । শিবিরে ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত , জেলা যুব কংগ্রেস সভাপতি তুষারকান্তি গুহ । এছাড়াও ছিলেন প্রায় 30 জন যুব কংগ্রেস কর্মী ৷ তাঁরা প্রত্যেকেই রক্তদান করেন ।
এমনিতেই গরমের সময় রক্তের সংকট দেখা যায় জেলার হাসপাতালগুলিতে । তার উপর এখন চলছে লকডাউন । এর জেরে জেলার হাসপাতালগুলির ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস । তুষারকান্তি গুহ বলেন , "লকডাউন চলছে ৷ ফলে জেলা হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে । এই সংকট মেটানোর জন্যই আজ এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। "
TAGGED:
yobo cong blood donetion