রায়গঞ্জ, 22 জুন :অসহায় বৃদ্ধার একমাত্র নাতিকে বিনা দোষে টানা ছ’দিন ধরে আটকে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ বৃদ্ধার দাবি, 1 লাখ টাকা ঘুষ দিলেই তাঁর নাতিকে ছেড়ে দেওয়া হবে ! এমনটাই নাকি থানা থেকে বলা হয়েছে তাঁকে ! কাঠগড়ায় পুলিশের এক আধিকারিক ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার পাটাগড়া গ্রামে ৷ অসহায় বৃদ্ধা কলাবতী সিংহ তাঁর নাতি তুতুন সিংহকে ছাড়াতে ইসলামপুর পুলিশ জেলার সুপার সচিন মক্করের দ্বারস্থ হয়েছেন ৷
মঙ্গলবার পাটাগড়ার বাসিন্দা বৃদ্ধা কলাবতী সিংহ ইসলামপুর পুলিশ জেলার সুপারের কার্যালয়ে আসেন ৷ কলাবতীর দাবি, তাঁর নাতি কোনও অপরাধ করেননি ৷ তবুও তাঁকে আটকে রেখেছে পুলিশ ৷ বৃদ্ধার কাছ থেকে টাকা আদায় করতেই নাকি এমনটা করছে তারা ৷ গোটা ঘটনা জানিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনপত্রও জমা দিয়েছেন ওই বৃদ্ধা ৷
আরও পড়ুন :ফেরাল হাসপাতাল, বাড়িতে প্রসবের পর মৃত্যু মহিলার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ইসলামপুরের জীবনমোড় থেকে তুতুন সিংহ নামে এক যুবককে ধরে নিয়ে যান পাটাগড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ইউসুফ আলি ৷ কী কারণে, বা কোন অপরাধে তুতুনকে আটক করে ইসলামপুর থানায় রেখে দেওয়া হয়েছে, তা জানা নেই কারও ৷