পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে যুবককে কুপিয়ে খুন, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা - Murder at Itahar

Youth Hacked to Death: ইটাহারে যুবককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা ৷ পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে ৷ তদন্ত শুরু পুলিশের ৷

Etv Bharat
যুবককে কুপিয়ে খুন দুষ্কৃতীদের

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 2:42 PM IST

কুপিয়ে খুনের ঘটনায় মৃতের শ্বশুর ও স্থানীয় তৃণমূল সভাপতির বক্তব্য

রায়গঞ্জ, 13 ডিসেম্বর: শ্বশুরবাড়িতে শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল যুবকের । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় । পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । তদন্তে নেমেছে ইটাহার থানার পুলিশ ।

মৃত যুবকের নাম তন্ময় সরকার (30)৷ পেশায় চাষি । বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কচরা এলাকার দেওখণ্ডা গ্রামে । ঘটনাস্থল থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরিবারের লোক ও স্থানীয় বাসিন্দারা । সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তন্ময় সরকারের শ্বশুর দেবকুমার সরকার স্থানীয় পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত সদস্য । তিনি তৃণমূল করেন । গত পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রচারের সময় তাঁর জামাই তন্ময় সরকার সদর্থক ভূমিকা নিয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি । তবে ভোট শেষে তন্ময় আর সেখানে যাননি । গত রবিবার শ্যালিকার বিয়ে উপলক্ষে ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহাভিটা গ্রামে যান তন্ময় । এরপর মঙ্গলবার রাতে নিজের মোটর বাইকে চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন । সেই সময়ই স্থানীয় ফতেপুর এলাকায় তাঁর পথ আটকায় কিছু দুষ্কৃতী । সেখানে তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারে তারা । তন্ময়কে লক্ষ্য করে গুলিও চালানো হয় বলে অভিযোগ । স্থানীয় মানুষজন গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তন্ময়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ৷ এরপর তাঁকে হাসপাতালে পাঠানো হলেও শেষরক্ষা হয়নি ৷

কে বা কারা এই ঘটনা ঘটাল তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে । পরিবারের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । মৃত তন্ময়ের শ্বশুর দেবকুমার সরকার জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাঁর জামাইকে খুন করেছেন বিজেপির লোকেরা । এর আগেও তাঁদের হুমকি দেওয়া হয়েছিল ৷ দোষীদের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তিনি ।

অপরদিকে স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি আবদুল লতিফ জানিয়েছেন, তন্ময় ভোটের সময় তাঁর শ্বশুরের হয়ে প্রচারে ছিলেন । তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে । পুলিশি তদন্তে সমস্তটা বেরিয়ে আসবে এবং দোষীরা শাস্তি পাবে ৷

আরও পড়ুন :

1 বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি! নিহতের স্ত্রী’কে মারধর করে পলাতক দুষ্কৃতীরা

2চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন চন্দননগরে! গ্রেফতার অভিযুক্ত

3পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী

ABOUT THE AUTHOR

...view details