পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছটপুজোর নারকেল কুড়োতে গিয়ে ডুবে মৃত্যু যুবকের - কালিয়াগঞ্জের শ্রীমতি নদীতে ডুবে মৃত্যু যুবকের

ছটপুজোর নারকেল কুড়োতে গিয়ে ডুবে মৃত্যু হল যুবকের । রবিবার কালিয়াগঞ্জের ঘটনা । মৃত যুবকের নাম অমিত পাশোয়ান । কালিয়াগঞ্জ থানার 15 নম্বর ওয়ার্ডের রেল কলোনির বাসিন্দা ছিল ওই যুবক ।

চলছে উদ্ধারকার্য

By

Published : Nov 3, 2019, 9:40 PM IST

রায়গঞ্জ, 3 নভেম্বর : ছটপুজোয় নদীতে ফেলা নারকেল কুড়োতে গিয়ে ডুবে মৃত্যু হল যুবকের । রবিবার ভোরে শ্রীমতি নদীতে ছটপুজো দেখতে গিয়েছিল অমিত পাশোয়ান (24) । পুজোর পর নদীতে নেমে নারকেল কুড়োতে গিয়ে সে তলিয়ে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ । ডাকা হয় ডিজ়াস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যদের । দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর দেহটি উদ্ধার করেন তাঁরা । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে ।

চলছে উদ্ধারকার্য

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল । ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা । পৌরসভা বা প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলার ব্যবস্থা ছিল না বলে অভিযোগ স্থানীয়দের ।

ABOUT THE AUTHOR

...view details