রায়গঞ্জ, ১৭ মার্চ : ব্যাট দিয়ে মাথায় আঘাত করে বাবাকে খুন করল এক যুবক। আজ সকালে চোপড়া থানার কংগ্রেস কলোনির রমাবতি চা বাগানে ঘটনাটি ঘটে। মৃতের নাম ভাদু বরাই(৬৪)। ঘটনার পর অভিযুক্ত সন্তোষ বরাইকে হাত-পা বেঁধে ফেলে রাখেন গ্রামবাসীরা। পরে চোপড়া থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। তবে কী কারণে এই খুন তা এখনও জানা যায়নি। মৃতের পরিবারের অবশ্য দাবি, সন্তোষ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
চোপড়ার কাঁচাখালি এলাকার বাসিন্দা ভাদু বরাই। আজ সকালে প্রয়োজনে বাইরে বেরিয়েছিলেন তিনি। রমাবতি চা বাগান এলাকায় পৌঁছালে তাঁর মাথায় খেলার ব্যাট দিয়ে আঘাত করে সন্তোষ। ঘটনাস্থানেই মৃত্যু হয় ভাদুবাবুর। ঘটনাটি জানাজানি হতে গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে মারধর করেন। পরে তার হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ।