পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশাল মিডিয়ায় আপত্তিকর ছবি আপলোড করেছে স্বামী, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর - Suicide

Young Lady Tries to Commit Suicide: রায়গঞ্জে পুলিশের সামনেই আত্মহত্যার চেষ্টা যুবতীর ৷ ওই যুবতীর দাবি, তাঁর স্বামী সোশাল মিডিয়ায় তাঁর আপত্তিকর ছবি আপলোড করে দিয়েছে ৷ পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ শুক্রবার রাতে এই ঘটনা ঘিরে ব্যাপক হইচই পড়ে যায় ৷

Young Lady Tries to Commit Suicide
Young Lady Tries to Commit Suicide

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 6:35 PM IST

Updated : Nov 25, 2023, 11:07 PM IST

রায়গঞ্জ, 25 নভেম্বর: সোশাল মিডিয়ায় আপত্তিকর ছবি আপলোড করে দিয়েছেন স্বামী ৷ এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও গত সাত মাস ধরে কোনও লাভ হয়নি বলে এক যুবতীর ৷ প্রতিবাদে হাতের শিরা কেটে জেলা পুলিশের সদর দফতরের সামনেই আত্মহত্যার চেষ্টা করলেন তিনি ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় ৷

রায়গঞ্জের এই এলাকাতেই রয়েছে জেলা পুলিশের সদর দফতর ৷ সেখানেই রয়েছে সাইবার ক্রাইম থানা ৷ ওই যুবতীর অভিযোগ, ওই থানাতেই তিনি সাত মাস আগে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি এখনও পর্যন্ত ৷ সেই কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন ৷

ওই যুবতী জানান, তাঁর বাপেরবাড়ি বিহারে ৷ বছরখানেক আগে জেলার করণদিঘী থানার সাধনপুর গ্রামে তাঁর বিয়ে হয় ৷ প্রথমে সব ঠিক ছিল ৷ কিন্তু পরে স্বামীর সঙ্গে অশান্তি শুরু হয় ৷ স্বামীর অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে ৷ সেই নিয়েই বিবাদ বাঁধত ৷ প্রতিবাদ করায় তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে দিনের পর দিন ৷ শেষে তাঁর আপত্তিকর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে দেন স্বামী ৷

ওই যুবতীর দাবি, এই নিয়ে তিনি প্রথমে করণদিঘী থানার দ্বারস্থ হন ৷ সেখানে সুবিচার না পেয়ে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ৷ সাত মাস কেটে যাওয়ার পরও পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷ বরং বারবার তাঁকে ঘোরানো হয়েছে ৷

তাঁর আরও দাবি, শুক্রবার তাঁকে থানায় ডাকা হয় স্বামী ও তাঁর আইনজীবীর সঙ্গে বসে আলোচনা করার জন্য ৷ কিন্তু তিনি সেখানে এলে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয় ৷ তাই প্রতিবাদে তিনি হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন ৷ এমনকী, স্বামীকে গ্রেফতার না করা হলে তিনি হাসপাতালেও যাবেন না বলে দাবি করেন ৷

এদিকে ওই খবরে হইচই পড়ে যায় জেলা পুলিশের সদর দফতরে ৷ সঙ্গে সঙ্গে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় আসেন রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক ও অতিরিক্ত পুলিশ সুপার-সহ উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা । ওই গৃহবধুর সঙ্গে কথা বলেন রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার । পরে তাঁর চিকিৎসার ব্যবস্থা হয় ৷ রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার জানান, ওই যুবতীর অভিযোগের যথাযথ তদন্ত করা হবে ৷

আরও পড়ুন:

  1. ভরসন্ধ্যায় রাস্তায় লিভ-ইন পার্টনারকে কোপাচ্ছে যুবক, হাড়হিম করা ঘটনা গড়িয়ায়
  2. চিৎপুরের পর ময়দান, যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুনের চেষ্টা; চব্বিশ ঘণ্টার মধ্যে ফের হাড়হিম করা ঘটনা শহরে
  3. জন্মদিন-বিবাহ বার্ষিকীতে মেলেনি উপহার, রাগে স্বামীর নাকে ঘুষি মেরে হত্যা স্ত্রীর !
Last Updated : Nov 25, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details